• facebook
  • twitter
Tuesday, 7 January, 2025

আমেরিকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান, মৃত দুই

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি গোডাউনের ছাদের ভেঙে পড়ল বিমান। এই দুর্ঘটনায় দু'জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি গোডাউনের ছাদের ভেঙে পড়ল বিমান। এই দুর্ঘটনায় দু’জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। পুলিশ এই তথ্য জানিয়েছে। ফুলারটন পুলিশের মুখপাত্র ক্রিস্টি ওয়েলস জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টো ৯ মিনিটে মিনিটে ফুলারটনের অরেঞ্জ কাউন্টি শহরে দুর্ঘটনার খবর মিলেছে। ওয়েলস বলেন, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং পুলিশের দল আগুন নিয়ন্ত্রণে এনেছে। এছাড়া আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খালি করা হয়েছে।

আগুনে একটি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে, গুদামে সেলাই মেশিন ও কাপড় রাখা ছিল। পুলিশ জানিয়েছে, আহত ১০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওয়েলস বলেন, ২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত ব্যক্তিরা বিমানে ছিলেন নাকি গোডাউনে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আধিকারিকরা বলেন, ঘটনার তদন্ত চলছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, যে বিমানটি ভেঙে পড়েছিল, সেটি ছিল একটি একক ইঞ্জিন ভ্যান আরভি-১০, একটি ছোট চার আসনের মডেল।

বিমান দুর্ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, বিমানটি ভবনের ছাদে ধাক্কা খায়। এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে ছাদে একটি বড় গর্ত তৈরি হয়েছিল, যেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনার ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা। দুর্ঘটনার সময় কিছু শ্রমিক ভবনের কাছে জড়ো হন। তাঁদের মধ্যে একজন জেরোম ক্রুজ বলেন, আমরা শুধু একটি বিকট শব্দ শুনেছি। মনে হল বড়সড় বিস্ফোরণ হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে গোডাউন থেকে পালিয়ে যাই।