• facebook
  • twitter
Tuesday, 7 January, 2025

ডার্ক ক্রাইম কমেডি ‘ভাগ্যলক্ষ্মী’

নতুন বছরে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘ভাগ্যলক্ষ্মী’ মুক্তি পেতে চলেছে। ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ডার্ক ক্রাইম কমেডি ছবিটি।

নতুন বছরে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘ভাগ্যলক্ষ্মী’ মুক্তি পেতে চলেছে। ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ডার্ক ক্রাইম কমেডি ছবিটি। ছবিতে ‘সত্য’-র চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে এবং ‘কাবেরী’-র চরিত্রে থাকছেন সোলাঙ্কি রায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রতন সরখেল, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার এবং অনন্যা দাস। ‘নন্দী মুভিজ’-এর ব্যানারে ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিটি প্রযোজনা করেছেন প্রদীপ কুমার নন্দী।

হাড়হিম করা ট্রেলার কৌতূহলের পারদ চড়িয়েছে। ঋত্বিক চক্রবর্তী এবং শোলাঙ্কির গল্পটা যেন এমন এক বাঙালি দম্পতির, যাদের আমরা রোজ আশেপাশে দেখতে পাই। যাদের সমস্যাগুলো আমরা জানি। কারণ তারা আমাদেরই একজন। কিন্তু অপরাধের ফাঁদে জড়িয়ে এক রাতেই ওলটপালট হয়ে যায় ওই দম্পতির জীবন। একদিন সত্যর স্কুলজীবনের বন্ধু সায়নের আগমন ঘটে তাদের বাড়িতে। আচমকাই তার মৃত্যু হয় সত্যর বাড়িতে। অতিরিক্ত মাদক সেবনের ফলেই এই মৃত্যু। সত্য মারা যায় ব্যাগভর্তি টাকা রেখে!

অর্থকষ্টে থাকা সত্য-কাবেরীর হাতে আচমকাই এসে পড়ে সেই স্যুটকেস-বন্দি টাকা। প্রথমিকভাবে ‘ভাগ্যলক্ষ্মী’ সুপ্রসন্ন হয়েছেন ধরে নিলেও, তাদের জীবন ক্রমশ বিপদসঙ্কুল হয়ে ওঠে। টাকার বদলে স্যুটকেস-বন্দি হয় শব। সম্পর্ক, প্রেম, বন্ধুত্বের পারিবারিক ছবি নয়, একেবারে ক্রাইম থ্রিলার পর্দায় এনে চমকে দিলেন পরিচালক মৈনাক ভৌমিক। সত্য-কাবেরী কি এই ফাঁস থেকে বেরিয়ে আসতে পারবে? উত্তর মিলবে ১০ জানুয়ারি। ইতিমধ্যেই টিজার, ট্রেলার সাড়া ফেলে দিয়েছে।

নতুন বছরে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘ভাগ্যলক্ষ্মী’ মুক্তি পেতে চলেছে। ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ডার্ক ক্রাইম কমেডি ছবিটি। ছবিতে ‘সত্য’-র চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে এবং ‘কাবেরী’-র চরিত্রে থাকছেন সোলাঙ্কি রায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রতন সরখেল, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার এবং অনন্যা দাস। ‘নন্দী মুভিজ’-এর ব্যানারে ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিটি প্রযোজনা করেছেন প্রদীপ কুমার নন্দী।

হাড়হিম করা ট্রেলার কৌতূহলের পারদ চড়িয়েছে। ঋত্বিক চক্রবর্তী এবং শোলাঙ্কির গল্পটা যেন এমন এক বাঙালি দম্পতির, যাদের আমরা রোজ আশেপাশে দেখতে পাই। যাদের সমস্যাগুলো আমরা জানি। কারণ তারা আমাদেরই একজন। কিন্তু অপরাধের ফাঁদে জড়িয়ে এক রাতেই ওলটপালট হয়ে যায় ওই দম্পতির জীবন। একদিন সত্যর স্কুলজীবনের বন্ধু সায়নের আগমন ঘটে তাদের বাড়িতে। আচমকাই তার মৃত্যু হয় সত্যর বাড়িতে। অতিরিক্ত মাদক সেবনের ফলেই এই মৃত্যু। সত্য মারা যায় ব্যাগভর্তি টাকা রেখে!

অর্থকষ্টে থাকা সত্য-কাবেরীর হাতে আচমকাই এসে পড়ে সেই স্যুটকেস-বন্দি টাকা। প্রথমিকভাবে ‘ভাগ্যলক্ষ্মী’ সুপ্রসন্ন হয়েছেন ধরে নিলেও, তাদের জীবন ক্রমশ বিপদসঙ্কুল হয়ে ওঠে। টাকার বদলে স্যুটকেস-বন্দি হয় শব। সম্পর্ক, প্রেম, বন্ধুত্বের পারিবারিক ছবি নয়, একেবারে ক্রাইম থ্রিলার পর্দায় এনে চমকে দিলেন পরিচালক মৈনাক ভৌমিক। সত্য-কাবেরী কি এই ফাঁস থেকে বেরিয়ে আসতে পারবে? উত্তর মিলবে ১০ জানুয়ারি। ইতিমধ্যেই টিজার, ট্রেলার সাড়া ফেলে দিয়েছে।