• facebook
  • twitter
Tuesday, 7 January, 2025

ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল কিনছে ইন্দোনেশিয়া

ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। চলতি এই সফরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত একটি চুক্তিতে সই করবেন।

সারা বিশ্বে ভারতের ব্রহ্মোস মিসাইলের চাহিদা বাড়ছে। অস্ত্রের বৃহত্তম আমদানিকারক থেকে এখন ভারত অস্ত্র রফতানিকারকের তালিকায় প্রথম সারিতে চলে এসেছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সফরে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারত অনেক চুক্তি করতে পারে। এর মধ্যে একটি চুক্তি হতে চলেছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিয়েও।

ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। চলতি এই সফরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত একটি চুক্তিতে সই করবেন। সেগুলো আগামী কয়েক বছরের মধ্যে সরবরাহ করা হবে।

দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইন্দোনেশিয়ার ৪০০ সেনাও অংশ নেবে। আজ পর্যন্ত কোনও অতিথি দেশ প্রজাতন্ত্রের কুচকাওয়াজে অংশ নিতে এত বেশি সংখ্যক সেনা পাঠায়নি। ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় দেশ হতে চলেছে, যারা ভারতের সঙ্গে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের জন্য একটি চুক্তি করবে।

এর আগে ফিলিপিন্স ভারতের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনেছিল। এছাড়া মিসাইল কেনার চুক্ত চূড়ান্ত করেছে ভিয়েতনাম। ২০২০ সালে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ভারতে আসেন প্রবোও সুবিয়ন্তো। সেই সময় তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি মিসাইল কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু অর্থের অভাবে ইন্দোনেশিয়া তা কিনতে পারেনি।

আর এখন প্রবোও সুবিয়ান্তো নিজে ক্ষমতায় আছেন। ফলে দেশের নিরাপত্তার স্বার্থে তিনি প্রচুর অর্থ ব্যয় করবেন। ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হলেও সাংস্কৃতিকভাবে তার সঙ্গে সনাতনের যোগ রয়েছে। সেই কারণেও ইন্দোনেশিয়া ও ভারতের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে।

ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল – এটি জল, স্থল ও আকাশ থেকে উৎক্ষেপণ করা যায়। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬৫০ কিলোমিটার দূর থেকে শত্রুকে আঘাত করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে গিয়েও এটি পথ হারায় না। এই ক্ষেপণাস্ত্র সমুদ্র থেকে উঁচু পাহাড় পর্যন্ত শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ব্রহ্মোস বিশ্বের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ক্রুজ মিসাইল, যা আমেরিকার সাবসনিক হারপুন ক্রুজ মিসাইলের থেকেও সাড়ে ৩ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। এই মিসাইলের ওয়ার হেডের ওজন ৩০০ কেজি। মূলত ল্যান্ড বেসড টার্গেটের কথা মাথায় রেখেই এই মিসাইল তৈরি করা হয়েছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চিন সাগরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। চিন অন্যান্য দেশের অঞ্চলের উপর নিজের দাবি জানাচ্ছে। ভিয়েতনাম, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলি চিনের আগ্রাসী আঞ্চলিক দাবির বিরুদ্ধে নিজেদের সুরক্ষা জোরদার করছে। সেই জন্য তারা ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের দিকে তাকিয়ে আছে।