• facebook
  • twitter
Sunday, 5 January, 2025

অপরাধ গুরুতর, ১১ নাবালকের বিচার প্রাপ্তবয়স্ক হিসেবে, নির্দেশ দিল্লির আদালতের

দিল্লিতে অপরাধ নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ করল পুলিশ। পুলিশ ফৌজদারি মামলায় জড়িত মোট ৫২ জন কিশোরকে চিহ্নিত করেছে।

দিল্লিতে অপরাধ নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ করল পুলিশ। পুলিশ ফৌজদারি মামলায় জড়িত মোট ৫২ জন কিশোরকে চিহ্নিত করেছে। আদালতের কাছে অনুরোধ করা হয়েছিল, এর মধ্যে ১১ জন কিশোর রয়েছে,যারা জঘন্য অপরাধ করেছে। আদালত সমস্ত কিছু শুনে রায় দিয়েছে, এই ১১ জন অপরাধীকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে।

পুলিশের দ্বারা চিহ্নিত ৫২ জন নাবালক অপরাধীর বিরুদ্ধে এনআইএ, বাওয়ানা, আলিপুর, সময়পুর বদলি এবং ভালসওয়া থানায় মামলা রয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার বলেন, এই সমস্ত কিশোরদের বিষয়ে আদালতে একটি আবেদন জমা দেওয়া হয়েছিল। সেই আবেদনে ১১ জন কিশোরকে তাদের অপরাধের মাত্রার পরিপ্রেক্ষিতে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার অনুরোধ করা হয়েছিল। ওই কিশোরদের এখন আইনের অধীনে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য করা হবে।

জেলাশাসক বলেন, এই ধরনের গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বয়স নির্বিশেষে আইনের আওতায় আনা হবে। জনসাধারণের নিরাপত্তা বজায় রাখা, অপরাধমূলক আচরণ রোধ এবং সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা বোধের প্রচারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা করছে জেলা প্রশাসন।

এনআইএ থানায় ২০টি আবেদন জমা দেওয়া হয়েছে, যার মধ্যে ৬টি প্রাপ্তবয়স্ক হিসাবে বিচার করা হবে। আলিপুর থানায় চারটি আবেদন জমা পড়েছে, যার মধ্যে একজনকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে। এছাড়াও সাময়পুর বদলি থানা ৮টি আবেদন জমা দিয়েছে, যার মধ্যে একটি প্রাপ্তবয়স্ক হিসাবে বিচার করা হবে। ভালসওয়া ডেইরি থানায় ১২টি আবেদন জমা দেওয়া হয়েছে, যার মধ্যে দুটি প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে।