• facebook
  • twitter
Sunday, 5 January, 2025

কলকাতায় হদিশ জাল ওষুধ চক্রের, ধৃত এক মহিলা

দিনের পর দিন প্রকাশ্যে আসছিল জাল তথ্য প্রযুক্তি সংস্থার হদিশ। আর এবার কলকাতার বুকে হদিশ মিলল জাল ওষুধ চক্রের।

প্রতীকী চিত্র

দিনের পর দিন প্রকাশ্যে আসছিল জাল তথ্যপ্রযুক্তি সংস্থার হদিশ। আর এবার কলকাতার বুকে হদিশ মিলল জাল ওষুধ চক্রের। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ শহরতলির রিজেন্ট পার্কের বাসিন্দা এক মহিলাকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ক্যান্সার, মধুমেহর মতো একাধিক মারণ রোগের জাল ওষুধ। অভিযোগ, দীর্ঘদিন ধরে নামী-দামি বিভিন্ন সংস্থার নামে তৈরি জাল ওষুধের কারবার চালাত মহিলা।

সূত্রের খবর, মহিলার কাছ থেকে যে পরিমাণ ওষুধ উদ্ধার হয়েছে, তার আনুমানিক বাজার মূল্য ৬.৬ কোটি টাকা। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পূর্বাঞ্চলীয় শাখা গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে বিশেষ অভিযান চালাই রিজেন্ট পার্কে। আর সেখানেই উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ জাল ওষুধ।

সূত্রের খবর, বাংলাদেশ, আমেরিকা, তুরস্ক এবং আয়ারল্যান্ডের মতো দেশের নামে তৈরি করা ওই সমস্ত ওষুধ। যদিও ওষুধের কোন প্রামাণ্য নথি দেখাতে পারেনি ধৃত মহিলা।  এই দিন তাকে আদালতে তোলা হলে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।