• facebook
  • twitter
Sunday, 5 January, 2025

স্টার থিয়েটারের নাম এবার বিনোদিনী থিয়েটার

স্টার থিয়েটারের নাম বদল প্রসঙ্গে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার সোমবার জানান, স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে ‘বিনোদিনী থিয়েটার’ করার প্রস্তাবকে কার্যকর করতে কলকাতা পুরসভার অধিবেশনে এটি পাশ করানো হবে।

নিজস্ব চিত্র

১৪১ বছর পর যোগ্য সম্মান পেতে চলেছেন নটী বিনোদিনী। সোমবার সন্দেশখালির সভা থেকে বিনোদিনীকে সম্মান জানাতে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই স্টার নামের ফলক সরিয়ে লাগানো হয়েছে নতুন নামের অস্থায়ী ফলক। পুরসভা সূত্রে খবর, আজ মঙ্গলবারের মধ্যে নতুন স্থায়ী ফলক লাগিয়ে ফেলা হবে।

মমতা এদিন বলেন, ‘আপনারা সকলে স্টার থিয়েটারের নাম শুনেছেন। খুবই বিখ্যাত। আমি মেয়রকে ইতিমধ্যেই বলেছি। স্টার থিয়েটারের নাম বদলে আমরা বিনোদিনী থিয়েটার করব। মা–বোনেদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত।’

স্টার থিয়েটারের নাম বদল প্রসঙ্গে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার সোমবার জানান, স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে ‘বিনোদিনী থিয়েটার’ করার প্রস্তাবকে কার্যকর করতে কলকাতা পুরসভার অধিবেশনে এটি পাশ করানো হবে। হেরিটেজ কনজারভেশন কমিটির অনুমোদন ও বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘দিদি যখন বলেছেন, তখন এটা হবেই। আমিও টিভিতে এই খবর শুনে খুশি হয়েছি। যাঁরা স্টার থিয়েটারের ইতিহাস জানেন, তাঁরাও খুশি হবেন।’ তিনি আরও বলেন, ‘‘স্টার থিয়েটার হওয়ার আগে এর নাম ‘বিনোদিনী থিয়েটার’ হওয়ার কথা ছিল। তবে মতবিরোধের কারণে সেটি সম্ভব হয়নি। গিরিশ ঘোষের স্ত্রীর হস্তক্ষেপে নামকরণ হয় ‘স্টার থিয়েটার’। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক তথ্য ঘেঁটে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপ কলকাতার সুনাম বৃদ্ধি করবে এবং নাট্যজগতের মানুষের কাছে এটি হবে গর্বের বিষয়।’’

উল্লেখ্য, ১৮৮৩ সালে বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয়েছিল স্টার থিয়েটার। সেই সময় গিরিশচন্দ্র ঘোষের অনুরোধে থিয়েটার তৈরির জন্য টাকা জোগাড় করেছিলেন নটী বিনোদিনী। কথা দেওয়া হয়েছিল তাঁর নামেই থিয়েটারের নাম রাখা হবে। নাম ঠিক হয়েছিল ‘বি থিয়েটার’। কিন্তু থিয়েটার উদ্বোধনের কিছুদিন আগে বিনোদিনী জানতে পারেন, নাম বদলে দেওয়া হয়েছে। থিয়েটারের নাম রাখা হয়েছে স্টার থিয়েটার। এ বিষয়ে নিজের আত্মজীবনীতে বিনোদিনী লেখেন, ‘আমি স্বপ্নেও ভাবি নাই যে উঁহারা ছলনা দ্বারা আমার সহিত এমন ভাবে অসৎ ব্যবহার করিবেন।’

যদিও ১৮৮৮ সালে স্টার থিয়েটারের ঠিকানা বদলে যায়। হাতিবাগানে তৈরি হয় দ্বিতীয় স্টার থিয়েটার। তবে এই থিয়েটার তৈরিতে সরাসরি টাকা না দিলেও সেই সময় নাট্যব্যক্তিত্ব অমৃতলাল বসু, ধর্মদাস সুর নটী বিনোদিনীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছিলেন। ১৯২৮ সালে বিডন স্ট্রিটের স্টার থিয়েটার ভাঙা হয়। হাতিবাগানের স্টার থিয়েটারে কোনোদিন অভিনয় না করলেও নটী বিনোদিনীর সঙ্গে এই থিয়েটারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। জানা যায়, ২০০৪ সালে স্টার থিয়েটার নতুন করে নির্মাণের সময় নাট্যপ্রযোজক গণেশ মুখোপাধ্যায় এই প্রেক্ষাগৃহের নাম বিনোদিনী রাখার প্রস্তাব দিয়েছিলেন। কয়েক বছর আগে স্টার থিয়েটারের দোতলায় নটী বিনোদিনী আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে। কিন্তু সেই সময়ও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। এবার সেই থিয়েটারের নাম তাঁর নামে রাখার সিদ্ধান্তে যোগ্য সম্মান পেলেন বিনোদিনী।