• facebook
  • twitter
Saturday, 4 January, 2025

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে ঝরিয়াতে শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন

অনুষ্ঠানে পূর্ণিমা নীরজ সিংহ বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ এর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। ডাক্তার সাহেব তার সরলতা, সততা ও অপরিসীম পাণ্ডিত্য দিয়ে এদেশকে নতুন দিশা দিয়েছিলেন।

নিজস্ব চিত্র

ভারতীয় রাজনীতির এক বিস্ময়কর নেতা মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে ঝরিয়া কাতরাস মোড়ে অবস্থিত ঝরিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণিমা নীরজ সিংহ -এর অফিসে শোকসভা পালিত হল। বিশ্বের সবচেয়ে সক্ষম মহান অর্থনীতিবিদকে
সভায় শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

ঝরিয়ার প্রাক্তন বিধায়ক পূর্ণিমা নীরজ সিং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং কংগ্রেস পার্টি, জনতা মজদুর সংঘের শত শত কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। ডঃ মনমোহন সিংহ-এর ফটোতে মালা অর্পণ করেন পূর্ণিমা নীরজ সিংহ। এবং অশ্রুসিক্ত চোখে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর প্রয়াণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। তাঁর আত্মার শান্তির কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে পূর্ণিমা নীরজ সিং বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। তাঁর সরলতা, সততা ও অপরিসীম পাণ্ডিত্য দিয়ে এদেশকে নতুন দিশা দিয়েছিলেন। তিনি ছিলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের বিকাশ পুরুষ। এবং কোটি কোটি মানুষের আশার মুখ, তাঁর অবদান কখনই ভোলা যাবে না।

ড. সিং শুধু একজন নেতাই ছিলেন না, একজন অনুপ্রেরণাও ছিলেন—একজন এমন ব্যক্তিত্ব যিনি নীরবে দেশকে প্রগতির পথে নিয়ে গিয়েছেন । জাতির প্রতি তাঁর গভীর চিন্তাভাবনা, নম্রতা এবং অটুট নিবেদন আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।
আজ ভারত শুধু একজন মহান নেতাই নয় একজন সত্যিকারের সন্তানকেও হারালো।