• facebook
  • twitter
Saturday, 4 January, 2025

পুলিশ সেজে বাড়িতে হানা, সাইবার প্রতারণা থেকে ডিজিটাল অ্যারেস্টের নয়া ফাঁদ!

সম্প্রতি একটি আবাসনে ভুয়ো পরিচয়ে এসে প্রতারকরা দাবি করে, তারা আদালত থেকে কোর্ট সংক্রান্ত কাজে ওই আবাসনের এক পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন।

প্রতীকী চিত্র

প্রযুক্তির যত অগ্রগতি হচ্ছে, ততই বাড়ছে তার অপব্যবহার। প্রতারণার নতুন নতুন ফাঁদ পেতে রাখছে সাইবার অপরাধীরা। আর সেই জালে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ শিক্ষিত নাগরিকরাও। এমনকি এইসব অপরাধীরা বাড়িতে বাড়িতে গিয়ে ভুয়ো গ্রেপ্তারি পরওয়ানা নিয়ে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করছে। ভুয়ো আতঙ্ক থেকে বাঁচতে খোয়াচ্ছেন টাকা থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র। সম্প্রতি নয়ডায় এই বিষয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, অপরাধীরা ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছে ফোন করছে। ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের গোপন তথ্য। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হলেও এখনও অধিকাংশ মানুষ সজাগ নন। ফলে এই ‘ডিজিটাল গ্রেপ্তারি’র ঘটনায় যথেষ্ট উদ্বেগ ছড়িয়ে পড়েছে নয়ডা সহ দেশের বিভিন্ন প্রান্তে।

বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাতে এমন একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, সম্প্রতি একটি আবাসনে ভুয়ো পরিচয়ে এসে প্রতারকরা দাবি করে, তারা আদালত থেকে কোর্ট সংক্রান্ত কাজে ওই আবাসনের এক পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু আবাসনের নিরাপত্তারক্ষীরা তাদের ঢুকতে দেননি। এরপর পুনরায় ভুয়ো পুলিশ নিয়ে হাজির হয় তারা। তখন নিরাপত্তারক্ষীরা পুলিশ দেখে ঘাবড়ে যায়। এবং বাড়িতে ঢোকার অনুমতি দেয়। তারপর একটি ফ্ল্যাটে গিয়ে তারা দীর্ঘক্ষণ দরজায় কড়া নাড়ে। সেই ফ্ল্যাটের মালিককে গ্রেপ্তারির ভয় দেখালেও বাসিন্দারা দরজা খোলেন নি। কিছুক্ষণ পর আবাসন থেকে চলে যায় অভিযুক্তরা।

এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে এলাকার প্রত্যেকটি আবাসনে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ বিষয়টি নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।