• facebook
  • twitter
Thursday, 2 January, 2025

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা, মৃত কমপক্ষে ২৮

দক্ষিণ কোরিয়ায় বড় বিমান দুর্ঘটনা। একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান ১৮১ জন যাত্রী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে।

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ায় বড় বিমান দুর্ঘটনা। একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান ১৮১ জন যাত্রী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় বিমানটিতে ৬ জন ক্রু এবং ১৭৫ জন যাত্রী ছিলেন। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়।

বিমানের পেছনের অংশ থেকে যাত্রীদের উদ্ধার করেছে উদ্ধারকারী দল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বলা হচ্ছে, ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটেছে। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মু এই বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তিনি মুয়ান বিমানবন্দরে অবিলম্বে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। শুক্রবার চোই সাং-মুকে দেশটির অন্তর্বর্তী নেতা করা হয়।