তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। তুমুল চাঞ্চল্য মালদহের চাঁচলে। অনুমান করা হচ্ছে, ওই মহিলাএলাকার বাসিন্দা নন। সম্ভবত বাইরে থেকে নিয়ে এসে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। চাঁচল থানার আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
শুক্রবার সকালে মালদহের চাঁচলের মালতিপুরের বাসিন্দারা দেখেন এক তরুণী দাউ দাউ করে জ্বলছে। পাশে পড়েছিল জুতো, সোনার কানের দুল, পোশাক। ছিল চাপ চাপ রক্তও। স্থানীয়রাই পুলিশে খবর দেন। প্রাথমিক অনুমান, গণধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে তরুণীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই অঞ্চলে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি তুলেছেন তাঁরা। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই নিকটবর্তী থানাগুলোতে যোগাযোগ করা হয়েছে। কোনও নিখোঁজ ডায়েরি করা হয়েছিল কি না, তাও দেখা হচ্ছে।