• facebook
  • twitter
Friday, 27 December, 2024

১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার

নদিয়া থেকে ১০ জনকে অনুপ্রবেশকারী ও ৫ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ জনকে ধানতলা থেকে এবং ২ জনকে হাঁসখালি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতীকী ছবি।

বাংলাদেশ হিংসা আবহে ফের অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করল পুলিশ। পড়শি দেশে অস্থিরতার মাঝেই রাজ্যের সীমান্ত থেকে সে দেশের অনুপ্রবেশকারীদের ধরা হল। নদিয়ার হাঁসখালি ও ধানতলা থেকে ১০ জনকে অনুপ্রবেশকারী ও ৫ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৩ জনকে ধানতলা থেকে এবং ২ জনকে হাঁসখালি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশের অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে সীমান্ত এলাকা দিয়ে চলছে অনুপ্রবেশ। বাংলাদেশের নাগরিকদের এ দেশে প্রবেশের প্রবণতা আরও বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই আবহে বুধবার নদিয়ার হাঁসখালি ও ধানতলা এলাকায় অভিযানে নামে পুলিশ। এই অভিযানেই ১০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ৫ জন দালালকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের তোলা হয়েছে রানাঘাট মহকুমা আদালতে।

উল্লেখ্য, তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ধানতলার বরুণবেড়িয়া, কানিবাউনি ও পাঁচবেড়িয়া এলাকা থেকে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও একজন নাবালিকা রয়েছেন। কী কারণে তাঁরা সীমান্ত টপকে ভারতে প্রবেশ করেছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ।