• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

আগ্রাসী ভূমিকা নিয়ে ভারতের ক্রিকেটাররা এবার অস্ট্রেলিয়াকে চাপে রাখতে চান

ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তনুশ। যে কারণে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

ফাইল চিত্র

মেলবোর্ন— সারা দুনিয়া যখন বড়দিনের উৎসবে মেতে উঠেছে ঠিক তখনই ভারত ও অস্ট্রেলিয়ার খেলার উন্মাদনার পাহাড় ক্রমেই বড় হচ্ছে বৃহস্পতিবার বক্সিং ডে টেস্ট ম্যাচে ভারতের সামনে যেমন কঠিন লড়াই আবার অস্ট্রেলিয়ার কাছেও এই চ্যালেঞ্জ গ্রহণ করা বেশ শক্ত হবে। তবে ক্রিকেট প্রেমীদের উৎসাহ চরম জায়গায় পৌঁছে গিয়েছে। তবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা মঙ্গলবার হালকা অনুশীলন করলেন। সোমবার অনুশীলনের সময় হাতে চোট পেয়েছিলেন। তার আগে লোকেশ রাহুলও চোট পাওয়ায় ভারতীয় শিবিরে সমস্যা তৈরি হয়েছিল। তবে জানা গিয়েছে, দু’জনেই চতুর্থ টেস্ট খেলতে মাঠে নামবেন। অল্প চোট রয়েছে আকাশদীপের। আবার অল্প চোট পেয়েছেন নেট প্র্যাকটিস করতে গিয়ে যশস্বী জয়সওয়াল। তবে চোট গুরুতর নয়।

চলতি সিরিজে ভারতের সবচেয়ে সফল বোলার যশপ্রীত বুমরা। তিনটি টেস্টে ২১টি উইকেট নিয়েছেন তিনি, যা দু’দল মিলিয়ে সর্বাধিক। বুমরার বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে অস্ট্রেলিয়ার কিছু সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল তার জবাব দিয়েছিলেন। বুমরার প্রশংসা করে সমালোচকদের মুখ বন্ধ করেছিলেন তিনি।

শুধু বুমরা নন, এর আগে রবীন্দ্র জাডেজা, আকাশদীপ ও কোহলিকে নিয়েও বিতর্ক হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের অভিযোগ, সাংবাদিক বৈঠকে ইংরেজিতে কোনও প্রশ্নের জবাব দেননি জাডেজা। তার জবাবে ভারতীয় শিবির থেকে জানানো হয়, ভারতীয় সাংবাদিকদের জন্যই সেই বৈঠক ছিল। তাই জাডেজা হিন্দিতেই কথা বলেছেন। মেলবোর্ন টেস্টের আগে সাংবাদিকদের সামনে কথা বলতে এসেছিলেন আকাশ দীপও। তার পরেই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দাবি করে, ইচ্ছা করেই আকাশ দীপকে পাঠানো হয়েছে। কারণ, তিনি ইংরেজিতে কথা বলতে পারেন না। তিনি অস্ট্রেলিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাব না-দিয়ে এড়িয়ে গিয়েছেন বলেও অভিযোগ করা হয়। বিমানবন্দরে এক মহিলা সাংবাদিককে কোহলি ধমক দিয়েছেন বলেও অভিযোগ করে তারা। এই বিষয়ে অবশ্য কোহলি বা ভারতীয় দল কোনও জবাব দেয়নি।

অশ্বিনের হঠাৎ অবসরের ফলে ভারতীয় দলে এক জন স্পিনার-অলরাউন্ডার কমে যায়। সেই জায়গায় তনুশ কোটিয়ানকে দলে নেওয়া হয়। তাঁকে দলে নেওয়ার কারণও জানালেন রোহিত শর্মা।

মুম্বইয়ের স্পিনার ভারতের হয়ে এর আগে খেলেননি। হঠাৎ করে তনুশকে দলে নেওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। রোহিত মজা করে বলেন, “তনুশ এখানে এক মাস আগে এসেছিল। কুলদীপের (যাদব) ভিসা আছে বলে মনে হয় না। আমরা এমন এক জনকে চাইছিলাম, যে তাড়াতাড়ি দলে যোগ দিতে পারবে। তনুষই একমাত্র তৈরি ছিল। এটা মজা করে বলছিলাম।”

রোহিতের সংযোজন, “তনুশ অস্ট্রেলিয়ায় খেলেছে। ভাল ক্রিকেটার। গত ১-২ বছরে ঘরোয়া ক্রিকেটেও ভাল খেলেছে। আমরা সত্যিই দলে এক জন বাড়তি স্পিনার চাইছিলাম। কারণ সিডনিতে দু’জন স্পিনার খেলানোর দরকার হতে পারে।”
২৬ বছরের তনুশ মুম্বইয়ের হয়ে খেলেন। বিজয় হজারে ট্রফি খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময়ই ভারতীয় দলে ডাক পেলেন। তনুশ যেমন বল করতে পারেন, তেমনই ব্যাটও করতে পারেন। ঘরোয়া ক্রিকেটে তিনি মুম্বইয়ের অন্যতম ভরসা। রঞ্জি ট্রফিতে গত মরসুমে ৫০২ রান করেছিলেন। সেই সঙ্গে ২৯টি উইকেট নিয়েছিলেন।

অনেকের প্রশ্ন ছিল অক্ষর প্যাটেল, কুলদীপকে ছেড়ে কেন তনুশকে দলে ডাকা হল। সেই প্রসঙ্গে রোহিত বলেন, ‘কুলদীপ ১০০ শতাংশ সুস্থ নয়। ওর হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। আর অক্ষর সদ্য বাবা হয়েছে। ও আসতে পারবে না। এমন অবস্থায় তনুশই সেরা বিকল্প। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছে। মুম্বইকে রঞ্জি জেতানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন। আমাদের দলের ফাঁকগুলো পূরণ করতে পারবে তনুশ।’

ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তনুশ। যে কারণে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে। হর্ষিত রানাকে প্রথম একাদশে হয়তো দেখতে পাওয়া যেতে পারে। মহম্মদ সিরাজ যদি জায়গা না পান সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণকে দেখতে পাওয়া অসম্ভব নয়। আসলে কোচ গৌতম গম্ভীর চাইবেন দলের মধ্যে একটা সংগ্রামী মনোভাব থাকবে। তাই আগ্রাসী ভূমিকা নিয়ে ক্রিকেটাররা অস্ট্রেলিয়াকে চাপে রাখবেন।