• facebook
  • twitter
Friday, 10 January, 2025

‘ইন্ডিয়া’র মুখ মমতাই: মণিশঙ্কর

কেন্দ্রের শাসকদল বিজেপিকে দেশ থেকে মুছে ফেলতে গত বছর তৈরি হয় ‘ইন্ডিয়া’ জোট। চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে হারাতে জোট বাঁধে তৃণমূল, কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির মতো একাধিক রাজনৈতিক দল।

ফাইল চিত্র

আগেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নাম ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে উঠে এসেছে। ফের একবার সেই দাবি তুললেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আইয়ার। এক সাক্ষাৎকারে মণিশঙ্কর বলেন, ইন্ডিয়া জোটের মুখ হওয়ার যোগ্যতা একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েরই আছে। তাই কংগ্রেসের উচিত এই স্থান থেকে সরে এসে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া। দলেরই এক নেতার এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস।

কেন্দ্রের শাসকদল বিজেপিকে দেশ থেকে মুছে ফেলতে গত বছর তৈরি হয় ‘ইন্ডিয়া’ জোট। চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে হারাতে জোট বাঁধে তৃণমূল, কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির মতো একাধিক রাজনৈতিক দল। কিন্তু বর্তমানে সংসদ ভণ্ডুল হোক বা প্রিয়াঙ্কাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে হাত ও জোড়াফুল শিবিরের মধ্যে ঠাণ্ডা দ্বন্দ্ব প্রকাশ্যে।

এই পরিস্থিতিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মণিশঙ্কর আইয়ার বলেন, ‘আমার মনে হয়, কংগ্রেসের তৈরি থাকা উচিত। তারা ইন্ডিয়া জোটের মুখ নাও হতে পারে। কারণ অন্য শরিকদের মধ্যেও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। এই জোটের নেত্রী হওয়ার যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। অন্য দলেরও যোগ্যতা রয়েছে। ফলে যে কেউ ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে পারে।’

পরে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীকে ভারসাম্য রক্ষা করতে বলতে শোনা যায়, ‘তবে এটা ঠিক যে, জোটে কংগ্রেসের বড় ভূমিকা রয়েছে। তাদের গুরুত্বকে অস্বীকার করার জায়গা নেই। রাহুল গান্ধী যদি ইন্ডিয়া জোটের প্রেসিডেন্ট হন তাহলে তিনি নিঃসন্দেহে অনেক বেশি সম্মান পাবেন।’

তাৎপর্যপূর্ণভাবে, এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ধরাশায়ী হয়েছে বিজেপি। দুরন্ত জয় পেয়েছে তৃণমূল। শুধু তাই নয়, উপনির্বাচনেও ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, সদ্য মহারাষ্ট্রে বিপর্যয়ের মুখে পড়েছে কংগ্রেস। তাতে বিজেপির বিপরীতে এখন তৃণমূল শিবিরকেই টক্কর দিতে দেখা যাচ্ছে।