• facebook
  • twitter
Tuesday, 24 December, 2024

মেয়েদের ক্রিকেটে অবিশ্বাস্য জয় বাংলার

হরিয়ানার শেফালী ভার্মার দুরন্ত ব্যাটিং বাংলা দলকে প্রথমে ভাবিয়ে রেখেছিল। তিনি ওপেন করতে নেমে ১১৫ বলে ১৯৭ রান করেন। রাজকোটের মাঠে বাংলার কাছে এই রান অবশ্যই সংশয় তৈরি করেছিল।

ছবি— সিএবি

ক্রিকেট মানেই অনিশ্চয়তার খেলা। আগাম কেউ বলে দিতে পারবেন না খেলার ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে। তারই একটা উদাহরণ দেখতে পাওয়া গেল বাংলার মেয়েদের কাছ থেকে। হরিয়ানার সঙ্গে লড়াই করে বড় রানের অঙ্ককেও টপকানো যায় তা বাংলার মেয়েরা প্রামাণ করে দিলেন। এক কথায় বলা যায় ৫ উইকেটে বাংলার জয় অবিশ্বাস্য। যেখানে হরিয়ানা ৫ উইকেটে ৩৮৯ রান করেছিল সেই রানকে তাড়া করে বাংলা ৫উইকেটে ৩৯০ রান তুলে জয় নিশ্চিত করে নেয়। মেয়েদের সিনিয়র একদিনের ক্রিকেটে বাংলার এমন পারফর্মেন্স অতীতে দেখা যায়নি। আসলে বাংলার তনুশ্রী সরকার ও প্রিয়াঙ্কা বালারা এই অকল্পনীয় খেলা খেলবেন নিজেরা তা ভাবতে পারেননি। হরিয়ানাকে ৫ উইকেটে হারিয়ে বাংলা শেষ চারে চলে গেল।

হরিয়ানার শেফালী ভার্মার দুরন্ত ব্যাটিং বাংলা দলকে প্রথমে ভাবিয়ে রেখেছিল। তিনি ওপেন করতে নেমে ১১৫ বলে ১৯৭ রান করেন। রাজকোটের মাঠে বাংলার কাছে এই রান অবশ্যই সংশয় তৈরি করেছিল। এবাদেও হরিয়ানার রিমা সিসোদিয়া ও সোনিয় মেন্ধিয়ারা অর্ধশত রান করেছে। বাংলা একমাত্র বোলার তনুশ্রী সরকার ৩ উইকেট পেয়েছেন। বাংলার অধিনায়ক সাইকা ইশাক সফল হতে পারেননি। তনুশ্রী সরকার ব্যাট করতে নেমে নিজেকে প্রমাণ করলেন। বাংলার ওপেনার ধারা গুঞ্জর ও ষষ্ঠী মণ্ডল অর্ধশত রান করেন। আর তিন নম্বরে মাঠে নেমে তনুশ্রী সরকার দুরন্ত ব্যাট করলেন। তিনি ৮০ বলে ১১৩ রান করে অসাধারণ ইনিংস খেললেন। আর বাংলার হয়ে বাকি কাজটা কাঁধে তুলে নিয়েছিলেন উইকেটরক্ষক প্রিয়াবালা অসাধারণ ব্যাট করে বাংলার স্কোরবোর্ডকে শুধু উজ্জ্বল করলেন না, জয়কে নিশ্চিত করে দেন। তিনি ৮১ বলে ৮৮ রান করে নটআউট থাকেন। বাংলার মেয়েদের এই সাফল্য ছেলেদের ক্রিকেটে খুব একটা দেখতে পাওয়া যায়নি। একথা উল্লেখ করা যেতে পারে বাংলা দলের নির্ভরযোগ্য ক্রিকেটার রিচা ঘোষ ও তিতাস সাধু বংলা দলে ছিলেন না। তবুও বাংলা দলের এই সাফল্য অবশ্যই প্রশংসনীয়।