• facebook
  • twitter
Monday, 23 December, 2024

যোগীরাজ্যে ইঞ্জেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার

সোনভদ্র জেলার বিজপুরে এক কোয়াক ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার পরে ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ রবিবার জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

যোগীরাজ্যে মর্মান্তিক ঘটনা। ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্যুর কোলে ঢোলে পড়ল শিশু। সোনভদ্র জেলার বিজপুরে এক কোয়াক ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার পরে ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ রবিবার জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) কালু সিং বলেন, গত বৃহস্পতিবার বীজপুর থানা এলাকার পিন্ডারি গ্রামে অভিষেক নামে একটি শিশু খেলতে গিয়ে ছোটখাটো চোট পেয়েছিল। পরিবারের লোকজন তাকে অভিযুক্ত ডাক্তার মহেশকুমার শর্মার কাছে নিয়ে যান। ওই ডাক্তার একটি হাসপাতালে পরিচালনা করেন। কাছের ক্লিনিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ক্ষত ব্যান্ডেজ করতে বলেন তিনি।

তবে ক্ষত দ্রুত সেরে যাবে বলে চিকিৎসক শিশুটিকে একটি ইঞ্জেকশন দিয়ে দেন। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।

ইঞ্জেকশন কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অতিরিক্ত এসপি কালু সিং বলেন, শনিবার, অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ভারতীয় বিচার কোডের ধারা ৩১৮ (৪) (জালিয়াতি), ১০৫ এবং ভারতীয় মেডিকেল কাউন্সিল আইনের প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডাক্তারের বিরুদ্ধে নথিভুক্ত করা মামলা উল্লেখ করে পুলিশ বলেছে, অভিযুক্ত রেজিস্ট্রেশন এবং মেডিকেল ডিগ্রি ছাড়াই ক্লিনিক চালাচ্ছিল। তাঁর দেওয়া ইঞ্জেকশনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। তিনি বলেছেন যে শনিবার, অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।