• facebook
  • twitter
Monday, 23 December, 2024

সংযুক্তা ওয়াঘের কত্থক

শুরু করেন মা কালীকে উৎসর্গ করে, রাগ আড়ানা আশ্রয়ে একটি নৃত্য প্রস্তুতিতে। পরবর্তী নিবেদন ছিল বাহার রাগে ঋতুবাহার ঘিরে পরিবেশনা (ঝাঁপতাল)।

নিজস্ব চিত্র

সম্প্রতি তালকানেক্ট ও চ্যাপ্টার সেভেন-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল কত্থক নৃত্যের এক অপরূপ সন্ধ্যা। সাত নম্বর ক্যামাক স্ট্রিট আজিমগঞ্জ হাউস বিল্ডিংয়ের খোলাছাদে (রুফটপে)। যেখানে মুম্বাই থেকে আগত অন্যধাঁচের বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী বিদূষী সংযুক্ত ওয়াঘ উপহার দিলেন তার নতুন প্রোডাকশন (নৃত্য নির্মিতি) ‘রঙ রেজ’। যেটি তাঁর কথা অনুযায়ী, কলকাতার জনসমক্ষে প্রথমবার প্রদর্শিত হল এই নৃত্য নির্মিতি। এতে ব্যবহার করেছেন সঈরা বাঈ, সন্ত কবীর, সন্ত মীরাবাঈ, নাজির আকবারাবাদি, কে মহাবীরের রচনা। পণ্ডিত কুমার গন্ধর্ব, বিদূষী কিশোরী আমনকার, বিদূষী গিরিজা দেবী, বিদূষী বীণা সহস্রবুদ্ধে, ঋতুর লাড এবং সংযুক্তার নিজের সংগীত রচনার প্রয়োগ দেখা গেল। ।

শুরু করেন মা কালীকে উৎসর্গ করে, রাগ আড়ানা আশ্রয়ে একটি নৃত্য প্রস্তুতিতে। পরবর্তী নিবেদন ছিল বাহার রাগে ঋতুবাহার ঘিরে পরিবেশনা (ঝাঁপতাল)। এরপরে আসে গজলের উপস্থাপনা ‘হ্যায় বাহারে বাগ দুনিয়া’। পরবর্তী নিবেদনে মিশ্র মাণ্ড রাগে ও আদ্ধা তালে। পরিবেশনার পরবর্তী উপস্থাপনা ছিল রাগ মাণ্ডের উপর। সমাপনীতে ছিল রাগ ভৈরবী। প্রতিটি নৃত্যপদে তাল- লয়- ছন্দের অপরূপ মিশেল উপস্থিত দর্শক-শ্রোতামনণ্ডলীকে সবিশেষ আনন্দ দেয়।

সহযোগী শিল্পীরা ছিলেন ঋতুজা লাড (কন্ঠ), বিবেক মিশ্র (তবলা), সন্দীপ মিশ্র (সারেঙ্গী)। প্রথমজন মুম্বাইয়ের, বাকি দু’জন বেনারসের। সম্পূর্ণ নৃত্যপ্রস্তুতি, ভাবনা ও নৃত্যনির্মাণ এবং নৃত্য পরিবেশনায় ছিলেন বিদূষী সংযুক্ত ওয়াঘ। এদিন এই পরিবেশনার পূর্বে কথকের কথা ‘কিসসা গোই’ বাচ্য মাধ্যমে উপস্থাপন করেন দুই তরুণ শিল্পী জাহির হুসেন ও পলাশ চতুর্বেদী। এই আয়োজনের জন্য দুই সহোদরা সুমন সারাওগী ও সঙ্গীতা দুধোরিয়ার বিশেষ কৃতিত্ব প্রাপ্য বৃত্ত। কত্থক নৃত্যগুরু অসীম বন্ধু ভট্টাচার্য ছিলেন এই সন্ধ্যার বিশেষ অতিথি।