• facebook
  • twitter
Sunday, 22 December, 2024

কংগ্রেস কর্মী প্রভাত পাণ্ডের মৃত্যুর তদন্ত করবে সিট

লখনউতে কংগ্রেস কর্মী প্রভাত পাণ্ডের মৃত্যুর তদন্ত করবে এসআইটি। ঘটনাস্থলে প্রাপ্ত জিনিসপত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

লখনউতে কংগ্রেস কর্মী প্রভাত পাণ্ডের মৃত্যুর তদন্ত করবে এসআইটি। ঘটনাস্থলে প্রাপ্ত জিনিসপত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসিপি ঘটনাস্থলে উপস্থিত লোকজনের জবানবন্দি রেকর্ড করেন। ইন্সপেক্টর, দুই সাব-ইন্সপেক্টর ও দুই কনস্টেবলের একটি দল গঠন করা হয়েছে। এই ঘটনায় কংগ্রেস রাজ্য সভাপতিকেও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। বুধবার মারা যান কংগ্রেস যুব শাখার প্রাক্তন সম্পাদক প্রভাত পাণ্ডে।

বুধবার কংগ্রেস বিধানসভা ঘেরাও করার পরিকল্পনা করেছিল কিন্তু পুলিশ কংগ্রেস কর্মীদের তা করতে বাধা দেয়। এরপরই এই নিয়ে শুরু হয় বিক্ষোভ। এই সময় প্রভাত পাণ্ডে মারা যান। প্রভাত গোরখপুরের বাসিন্দা এবং পড়াশোনার জন্য লখনউতে তাঁর মামার সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার প্রভাতের শেষকৃত্য সম্পন্ন হয়।

কীভাবে প্রভাতের মৃত্যু হয়েছে, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। কংগ্রেসের রাজ্য সভাপতি অজয়​ রাই বলেন, প্রভাতের মৃত্যু হয়েছে পুলিশের বর্বরতায়। তথ্য অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা কংগ্রেস অফিসে অজ্ঞান ছিলেন প্রভাত। যানজট ও ব্যারিকেডিংয়ের কারণে প্রভাতকে হাসপাতালে নিয়ে যেতে ৩৫ মিনিট লেগেছিল। সেই কারণেই এই ঘটনা ঘটেছে।

লখনউর ডেপুটি পুলিশ কমিশনার রাভিনা ত্যাগী বলেন, প্রভাত পাণ্ডেকে কংগ্রেস অফিস থেকে অজ্ঞান অবস্থায় হজরতগঞ্জ পুর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানকার চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেছিলেন। চিকিৎসকদের মতে, পাণ্ডের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। এই বিষয়ে রাজ্য সভাপতি অজয়​রাইকে নোটিশ জারি করেছে ইউপি পুলিশ। আজ এ বিষয়ে অজয় রাইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ফোনে কথা বলেছেন মৃত প্রভাতের বাবা দীপক পাণ্ডের সঙ্গে। রাহুল তাঁকে সান্ত্বনা দেন এবং বলেন, দল তাঁর সঙ্গে আছে এবং আতঙ্কিত হওয়ার দরকার নেই। কথাবার্তায় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রভাতের বাবা। রাহুল প্রভাতের বাবাকে বলেন, আমরা সবাই আপনার সঙ্গে আছি, চিন্তা করবেন না, আমরা সবাই আছি। দীপক বলেন, আমাদের ঘরের বাতি নিভে গিয়েছে। বৃদ্ধ বয়সে আমাদের আয়ের উৎস সবই হারিয়ে গিয়েছে। খাড়গে বা প্রিয়াঙ্কা গান্ধী প্রভাতের বাবার সঙ্গে দেখা করতে গোরখপুরে যেতে পারেন বলে খবর।