কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস।এবার তার পাল্টা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল বিজেপি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই নোটিশ জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যসভায় সংবিধানের উপর আলোচনায় অমিত শাহের আম্বেদকর প্রসঙ্গে করা মন্তব্য বিকৃত করেছেন। আম্বেদকর প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যের জন্য রাহুলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছে বিজেপি।
আম্বেদকর ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রথমে তৃণমূল কংগ্রেস ও পরে কংগ্রেস স্বাধিকার ভঙ্গের নোটিস আনে। এবার আম্বেদকর ইস্যুতেই পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা হল স্বাধিকার ভঙ্গের নোটিস।