• facebook
  • twitter
Friday, 20 December, 2024

এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস।এবার তার পাল্টা  বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল বিজেপি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই নোটিশ জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যসভায় সংবিধানের উপর আলোচনায় অমিত শাহের আম্বেদকর প্রসঙ্গে করা মন্তব্য বিকৃত করেছেন। আম্বেদকর প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যের জন্য রাহুলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছে বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস।এবার তার পাল্টা  বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল বিজেপি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই নোটিশ জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যসভায় সংবিধানের উপর আলোচনায় অমিত শাহের আম্বেদকর প্রসঙ্গে করা মন্তব্য বিকৃত করেছেন। আম্বেদকর প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যের জন্য রাহুলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছে বিজেপি।

নিশিকান্ত দুবের অভিযোগ, অমিত শাহর ভুয়ো ভিডিও শেয়ার করেছেন রাহুল, যা ঘোর অপরাধ। এটা একই সঙ্গে স্বাধিকার ভঙ্গ এবং সংসদের অবমাননা। অবিলম্বে রাহুলকে সাসপেন্ড করা উচিত। বিজেপি সূত্রের খবর, রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধেও একই রকম স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হচ্ছে।
আম্বেদকর ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রথমে তৃণমূল কংগ্রেস ও পরে কংগ্রেস স্বাধিকার ভঙ্গের নোটিস আনে। এবার আম্বেদকর ইস্যুতেই পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা হল স্বাধিকার ভঙ্গের নোটিস।

অন্যদিকে, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছে বিজেপি।  বৃহস্পতিবার সংসদে মকর দ্বারের সামনে যখন বিজেপি ও কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছিল, তখন দুই পক্ষের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। অভিযোগ ওঠে, রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে গিয়ে চোট পেয়েছেন প্রতাপ ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত। বিকেলেই রাহুলের নামে এফআইআর করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। পাল্টা এফআইআর দায়ের করেছে কংগ্রেসও।  

 
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেন, ‘এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত। ‘  শাহের এই  মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের দাবি, শাহ যেভাবে ওই কথাগুলি বলেন, তাতে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা হয়েছে। বুধবারই শাহের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। বৃহস্পতিবার শাহের বিরুদ্ধে একইভাবে প্রিভিলেজ মোশন আনেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
 
কিন্তু বিজেপির দাবি, শাহের মন্তব্য বিকৃত করা হয়েছে। যে ভিডিও বিরোধীরা প্রকাশ করেছে সেটি বিকৃত। এভাবে ভিডিও বিকৃত করে আসলে আম্বেদকরকেই অপমান করা হয়েছে। রাহুল এবং খাড়গে ওই ভিডিও শেয়ার করে সংসদের অবমাননা করেছেন বলে অভিযোগ শাহের।