২০১১ সাল থেকেই তৃণমূলের ভোটবাক্স ভরিয়েছে মহিলা ভোট। আর তাই মহিলাদের জন্য একাধিক প্রকল্পও চালু করেছে সরকার। সফলভাবে চলছে রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ২০২৬ সালের বিধানসভার নির্বাচনেও মহিলা ভোট ধরে রাখতে তৎপর জোড়াফুল শিবির। আর সেই লক্ষ্যেই বেশ কিছু কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। মহিলা ভোট ধরে রাখতে এবার মহিলা সংগঠনকে রাস্তায় নামাচ্ছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সূত্রে খবর, ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত হবে ‘দীক্ষা’ কর্মসূচি। এই কর্মসূচি মূল ভাবনা, তৃণমূল কংগ্রেস কীভাবে চলে, সে সম্পর্কে কর্মীদের জানানো। ব্লক থেকে শহর, রাজ্যজুড়ে প্রায় ৫০০ কর্মী সভা করা হবে। ২৭ জানুয়ারি থেকে ২৭ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে ‘আলাপচারিতা’ কর্মসূচি। কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করতেই এই কর্মসূচি। ৪ জানুয়ারি রাজ্য জুড়ে হবে মিছিল।
অপরাজিতা বিল কার্যকর দাবিতেই ৪ জানুয়ারি রাজ্যজুড়ে মিছিল করবে তৃণমূল মহিলা কংগ্রেস। কর্মসূচির নাম, ‘চাই সত্ত্বর অপরাজিতায় স্বাক্ষর’। এর আগে, নভেম্বরেও একই দাবিতে ব্লকে ব্লকে মিছিল হয়েছিল। ১ ডিসেম্বর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরনায় বসেছিলেন তৃণমূলের মহিলা সদস্যরা। ৪ জানুয়ারি মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রামের কথা তুলে ধরা হবে।
রাজনৈতিক মহলের মতে, বিরোধী বরাবরই তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্কে ভাঙন ধরানোর চেষ্টা করে আসছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে প্রচার চালিয়েছিল বিজেপি। কিন্তু আদতে তা বুমেরাং হয়ে যায়। আরও বেশি সংখ্যক মহিলা তৃণমূলের ওপর ভরসা রাখেন। কঠিন আসনে লড়াই করে জয় পান তৃণমূলের একাধিক মহিলা প্রার্থী। তাই মহিলা ভোট ধরে রাখতে তৎপর রাজ্যের শাসকদল।