বিহার থেকে কলকাতায় অস্ত্র পাচারের পরিকল্পনা ভেস্তে দিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পূর্ব কলকাতার বেনিয়াপুকুর এলাকার এজেসি বোস রোডের একটি হোটেলে অভিযান চালিয়ে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম রহিস কুমার ও মিরাজ মল্লিক। তারা দুজনেই বিহারের গয়া জেলার বাসিন্দা।
তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার তারা কলকাতায় আসে এবং বেনিয়াপুকুরের ওই হোটেলে ওঠে। পরিকল্পনা ছিল রাতের মধ্যেই অস্ত্র পাচারের। তবে গোপন খবরের ভিত্তিতে এসটিএফ হোটেলে হানা দেয় এবং রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় দুটি ৯ এমএম মুঙ্গের মেড পিস্তল এবং ১৮টি বুলেট।
ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। কিন্তু কোথায় পাচারের জন্য অস্ত্র নিয়ে আসা হয়েছিল? এর সঙ্গে আর কে বা কারা জড়িত? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ধৃতদের জেরা করছে তদন্তকারীরা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই শিয়ালদহ এলাকা থেকে অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এবার বেনিয়াপুকুরে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।