যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম প্রতীপকুমার মান্না। পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা প্রতীপ সন্তোষপুর এলাকার একটি মেসে থাকতেন। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি জানার পর শোকাহত প্রতীপের পরিবার। এক আত্মীয় জানান, অসুস্থতার খবর পাওয়ার পরপরই তাঁরা কলকাতায় রওনা হন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই প্রতীপের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটছে না পরিবারের।
সূত্রের খবর, ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন প্রতীপ। বিভাগের প্রধান অধ্যাপক সুনীতা অধিকারী বলেন, ‘প্রতীপ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। ক্লাস ও পরীক্ষায়ও নিয়মিত উপস্থিত থাকত না। মেসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল বলে শুনেছি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা অত্যন্ত শোকাহত।’
ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ মিতালি দেব জানান, ‘প্রতীপ মেসে থাকতেন, হস্টেলের বাসিন্দা ছিলেন না। শোনা যাচ্ছে, তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে।’