• facebook
  • twitter
Thursday, 19 December, 2024

শুক্রবার শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সীমা সুরক্ষা বল-এর ৬১-তম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অমিত শাহ

ফাইল চিত্র

শুক্রবার শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমা সুরক্ষা বল-এর ৬১-তম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। পড়শি দেশ বাংলাদেশে চলতে থাকা অশান্তির মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সীমা সুরক্ষা বল-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানানোর পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে। সঙ্গে টোটো উপজাতির সঙ্গীত–সহ মার্শাল আর্ট প্রদর্শনী হবে। সুরক্ষা বল সীমান্তে তাদের বিভিন্ন রণকৌশল প্রদর্শন করার পাশাপাশি কুচকাওয়াজ অনুষ্ঠানে হবে।

বাংলাদেশের মৌলবাদী নেতা, অবসরপ্রাপ্ত সেনা প্রধান বা ছাত্র নেতৃত্ব চিকেন নেককে কেন্দ্র করে বারংবার হুমকি দিচ্ছে। উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য আবার কখনও শিলিগুড়ি করিডর ছিনিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। এসএসবির হেডকোয়ার্টারথেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব কমবেশি ১৪ কিলোমিটার।

সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। অমিত শায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বুধবার এসএসবি হেডকোয়ার্টারে এসে নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখেন। বৃহস্পতিবার রাতেই শাহ শিলিগুড়িতে চলে আসবেন বলে খবর। শুক্রবার সকাল ১১টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী রানিডাঙায় পৌঁছে যাবেন।