• facebook
  • twitter
Thursday, 19 December, 2024

জম্মু ও কাশ্মীরের কুলগামে এনকাউন্টার, ৫ জঙ্গি নিহত

জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার চলছে। এই এনকাউন্টারে এখনও পর্যন্ত ৫ জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার চলছে। এই এনকাউন্টারে এখনও পর্যন্ত ৫ জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। এই সংঘর্ষে দুই জওয়ানও আহত হয়েছেন। কুলগাম জেলার কাদ্দার এলাকায় এই এনকাউন্টার চলছে।

দক্ষিণ কাশ্মীরের কুলগাম এবং শোপিয়ান জেলার সীমান্তবর্তী বিহিবাগ-কাদ্দারে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি অভিযান শুরু করে। এই সময় ৪ থেকে ৫ জন জঙ্গির উপস্থিতির খবর পাওয়া যায়। এরপর উভয় পক্ষ থেকে গোলাগুলি হয়।

এই এনকাউন্টারটি এমন একটি দিনে হল, যেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে পারেন। সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনা, আধাসামরিক বাহিনী, জম্মু ও কাশ্মীর প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তারা এই বৈঠকে যোগ দিতে পারেন। বর্তমান পরিস্থিতি ও সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেওয়া হবে।

এই বছর জম্মু ও কাশ্মীরে একাধিকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ২০ অক্টোবর মধ্য কাশ্মীরে জঙ্গি হামলায় ৭ জন নিহত হয়। এই ঘটনার আগে কাশ্মীরে কর্মরত বহিরাগতদের ওপরও হামলা হয়।

২০১৯ সালে, জম্মু ও কাশ্মীরে ১৪২ জন জঙ্গি নিহত হয়। এই বছর এখনও পর্যন্ত এই সংখ্যা ৪৫টির কাছাকাছি। ২০১৯ সালে, ৫০ জন অসামরিক লোক নিহত হয়েছিল, যেখানে এই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে এই সংখ্যাটি ১৪-এ নেমে আসে।