• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

বাংলার ডেয়ারির নয়া দুধ বাজারজাত করলেন মন্ত্রী

নতুন এই প্রোডাক্ট লঞ্চের পর মন্ত্রী জানান, তৃপ্তি স্পেশাল ব্র্যান্ডের দুধে ন্যূনতম ৩.৬ শতাংশ ফ্যাট রয়েছে। ১৭০ ও ৫০০ মিলিলিটার প্যাকেটে এই দুধ পাওয়া যাবে।

নিজস্ব চিত্র

প্যাকেটজাত গরুর দুধ বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের নিজস্ব দুগ্ধ উৎপাদক সংস্থা বাংলার ডেয়ারি। বুধবার এই সংস্থার নতুন প্রোডাক্ট ‘তৃপ্তি স্পেশাল’ বাজারজাত করা হল। সল্টলেকের দপ্তরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন এই ব্র্যান্ডের উদ্বোধন করেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ।

নতুন এই প্রোডাক্ট লঞ্চের পর মন্ত্রী জানান, তৃপ্তি স্পেশাল ব্র্যান্ডের দুধে ন্যূনতম ৩.৬ শতাংশ ফ্যাট রয়েছে। ১৭০ ও ৫০০ মিলিলিটার প্যাকেটে এই দুধ পাওয়া যাবে। ১৭০ মিলিলিটার দুধের দাম রাখা হয়েছে ১০ টাকা এবং ৫০০ মিলি দুধের দাম রাখা হয়েছে ২৬ টাকা। রাজ্যজুড়ে বাংলার ডেয়ারির প্রায় ৫৭৮টি কাউন্টারে তৃপ্তি স্পেশাল ব্র্যান্ডের দুধ পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষ যাতে নিয়মিত এই দুধ পান সেই বিষয়ে আধিকারিকদের নজর দিতে বলেছেন মন্ত্রী।