শেষ পর্যন্ত বৃষ্টির হাত ধরেই ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল। কিন্তু ম্যাচের এই ফলাফলে চাপে পড়ে গেল রোহিত ব্রিগেড। তাঁদের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনাল খেলবার পথ আরও কঠিন হয়ে গেল। ব্রিসবেনের মাঠে ভারতের মান বাঁচলেও শেষ পর্যন্ত পয়েন্ট তালিকায় এগিয়ে থাকতে পারল না ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই তাঁরা ১০টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছে। ওই ১০টি ম্যাচের মধ্যে ছ’টি ম্যাচ জিতে নিয়েছে আর একটি ম্যাচ ড্র হয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ৭৬ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। অর্থাৎ শতাংশের হিসেবে ৬৩.৩৩। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সরা ১৫টি টেস্ট খেলে ৯টিতে জয় পেয়েছে। আর দু’টি ম্যাচ ড্র হয়েছে। তাঁদের সংগ্রহে ১০৬ পয়েন্ট সর্বোচ্চ ১৮০ পয়েন্টের মধ্যে। শতাংশের হিসেবে ৫৮.৮৯। তৃতীয় স্থানে রয়েছে ভারত।
ভারত ইতিমধ্যেই ১৭টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে রোহিতরা ৬টি ম্যাচে জিতেছে আর ড্র হয়েছে দু’টি ম্যাচ। তাই সর্বোচ্চ ২০৪ পয়েন্টের মধ্যে ভারত পেয়েছে ১১৪ পয়েন্ট। শতাংশের হিসেবে ৫৫.৫৮। ব্রিসবেন টেস্টের আগে যা ছিল ৫৭.২৯। ভারত তৃতীয় স্থানে থাকলেও শতাংশের হিসেবে অনেকটাই পয়েন্ট কমে গিয়েছে। সেই কারণে এখন প্রথম তিনটি দলই ফাইনালে খেলার ছাড়পত্র পেতে পারে। অন্যদিকে ইংল্যান্ড তৃতীয় টেস্টে হেরে গিয়েছে নিউজিল্যান্ডের কাছে। যার ফলে তাদের স্থান এখন চতুর্থ। টম লাথামের দল ১৪টি টেস্ট খেলেছে। জয় এসেছে সাতটিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১৬৮ পয়েন্টের মধ্যে তাঁদের সংগ্রহে মাত্র ৮১। শতাংশের হিসেবে ৪৮.২১। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারা ১১টি টেস্ট ম্যাচ খেলেছে। জয় পেয়েছে পাঁচটিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে তারা পেয়েছে ৬০ পয়েন্ট।
অর্থাৎ শতাংশের হিসেবে ৪৫.৪৫ রয়েছে। নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে ইংল্যান্ডের জায়গা হয়েছে ষষ্ঠ স্থানে। সম্ভাব্য সর্বোচ্চ ২৬৪ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ১১৪। শতাংশের হিসেবে ৪৩.১৮। সপ্তম স্থানে জায়গা পেয়েছে পাকিস্তান। তারা ১০টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৪টিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহে ৪০। শতংশের হিসেবে ৩৩.৩৩। পয়েন্টের তালিকায় শেষ দু’টি স্থানে যথাক্রমে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে। বাংলাদেশ ১২টি টেস্ট খেলেছে। জয় এসেছে চারটিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১৪৪ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহে মাত্র ৪৫। শতাংশের হিসেবে ৩১.২৫। আর ওয়েস্ট ইন্ডিজ ১১টি টেস্ট খেলে মাত্র দু’টিতে জয় পেয়েছে। এবং দু‘টি ম্যাচ ড্র হয়েছে। তাদের সম্ভাব্য ১৩২ পয়েন্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৩২ পয়েন্ট পেয়েছে। শতাংশের হিসেবে ২৪.২৪। পয়েন্টের নিরিখে ভারত খুব যে ভালো জায়গায় রয়েছে, তা বলা যাবে না। অস্ট্রেলিয়া সফরে সামনে মাত্র দু’টি ম্যাচ। জিততে না পারলে ভারতের অবস্থা ভালো হবে না।