• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

মিউজিয়াম যেখানে আপনি থাকতেও পারেন 

মিউজিয়াম হোটেলটিতে ব্রিটিশ, ডাচ, ফরাসি এবং পর্তুগিজ সংগ্রহশালা পাশাপাশি শেহেরওয়ালি, মোগল এবং বাঙালি পরিবারের ঐতিহ্য রয়েছে, যাতে নান্দনিকতার ছাপ বেশ স্পষ্ট।

প্রতীকী চিত্র

গত কয়েক বছরে, মিউজিয়াম হোটেলগুলি সারা বিশ্বে ভ্রমণ প্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে। মিউজিয়াম হোটেল এমন এক ব্যবস্থা যেখানে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে এবং দর্শকদের জন শিক্ষা এবং বিনোদন দুটোই প্রদান করে। ঠিক এমনই এক অভিজ্ঞতা প্রদানে এবার ‘দ্য হাউস অফ শেহেরওয়ালি’ নিয়ে এসেছে পূর্ব ভারতে প্রথম মিউজিয়াম হোটেল।

গত শুক্রবার ও শনিবার এই নতুন মিউজিয়াম হোটেলের সূচনা হল মুর্শিদাবাদের প্রাণকেন্দ্রে। বাংলার স্বর্ণযুগের ইতিহাস ও ঐতিহ্যেকে প্রাণবন্ত করতে আজিমগঞ্জে তৈরি করা হয়েছে এই অভিনব মিউজিয়াম হোটেলটি। মুর্শিদাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত, এএসআই দ্বারা সুরক্ষিত এবং এখানে থেকে মাত্র ৫ কিলোমিটারের মধ্যে রয়েছে প্রায় ৫০টি গুরুত্বপূর্ণ দেখার মতো স্থান।

এই শেহেরওয়ালি হাউসটিতে রয়েছে বিশাল পরিসরের কক্ষ। সুন্দর করে সাজানো ঘরগুলি, প্রধান শেহেরওয়ালি সরদার পরিবারের আদলে তৈরি। মিউজিয়াম হোটেলটিতে ব্রিটিশ, ডাচ, ফরাসি এবং পর্তুগিজ সংগ্রহশালা পাশাপাশি শেহেরওয়ালি, মোগল এবং বাঙালি পরিবারের ঐতিহ্য রয়েছে, যাতে নান্দনিকতার ছাপ বেশ স্পষ্ট। এছাড়া রয়েছে নিজস্ব উদ্ভিজ্জ খামার এবং ফলের বাগান থেকে জৈবিকভাবে প্রস্তুত ফল এবং শাকসবজি। টেবিলে তাজা ফল এবং শাকসবজি পরিবেশন করার রীতি হল এই হোটেলের আরেকটি বৈশিষ্ঠ।