• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

জাল পাসপোর্ট কাণ্ডে ধৃত আরও এক ডাক কর্মী

মূলত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের কাছে ২ থেকে ১০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হতো এই পাসপোর্ট। শুধু তাই নয়, এখনও পর্যন্ত মোট ১২১টি জাল পাসপোর্টেরও হদিশ পান তদন্তকারী আধিকারিকরা।

নিজস্ব গ্রাফিক্স

জাল পাসপোর্ট কাণ্ডে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার আরও এক ডাক কর্মী। ধৃতের নাম দীপঙ্কর দাস। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী রোডের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক জাল নথি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জাল সিলমোহর এবং ৩৬টি জাল পাসপোর্ট।

পুলিশ সূত্রে খবর, জাল পাসপোর্ট চক্রের মূল মাথা সমরেশ হয়ে জাল নথি জোগাড় করত দীপঙ্কর। একই সঙ্গে ডাকঘর থেকে জাল পাসপোর্ট সংগ্রহ করার দায়িত্বও ছিল তার উপরেই। পুলিশ সূত্রে খবর, দীপঙ্করের মতো আরও একাধিক ডাক বিভাগের কর্মী এই কাজের সঙ্গে যুক্ত বলে অনুমান।

প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরেই জাল পাসপোর্টের একটা চক্র সক্রিয় হচ্ছিল শহরে। যার প্রথম অভিযোগ দায়ের হয় ভবানীপুর থানায়। তদন্তে নেমে সিট গঠন করে লালবাজার। তারপরেই একাধিক জায়গায় তল্লাশি চালাতেই ধরা পড়ে চক্রের মূল পাণ্ডা সমরেশ বিশ্বাস, দীপক মণ্ডল, তারক সেন এবং রিপন বিশ্বাস।

তদন্তে জানা যায়, ধৃত সমরেশ এবং তারক দু’জনেই ডাক বিভাগের অস্থায়ী কর্মী। আরও জানা যায়, মূলত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের কাছে ২ থেকে ১০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হতো এই পাসপোর্ট। শুধু তাই নয়, এখনও পর্যন্ত মোট ১২১টি জাল পাসপোর্টেরও হদিশ পান তদন্তকারী আধিকারিকরা। তারই তদন্তে নেমে এবার পর্ণশ্রী থেকে গ্রেপ্তার আরও এক ডাককর্মী দীপঙ্কর বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে জাল পাসপোর্ট সংক্রান্ত নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভুয়ো সিলমোহর এবং ৩৬টি জাল পাসপোর্ট। যার মধ্যে রয়েছে ব্রিটেনের ভিসাও।