‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু, নবান্নে ৪২ জনের হাতে চেক তুলে দিলেন মমতা
গ্রাম বাংলার মানুষের জন্য 'বাংলার বাড়ি' প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এই প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার থেকেই ১২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকবে। দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে আরও ৬০ হাজার টাকা। সরাসরি এদিনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আরও ১৬ লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। ২০২৬ সালের প্রথম মাসের মধ্যেই সেই টাকা দেবে রাজ্য সরকার। মঙ্গলবার এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।