• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

জন্মদিনের পার্টির পরে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, চাঞ্চল্য জোড়াসাঁকোয়

জোড়াসাঁকো থানা এলাকার রবীন্দ্র সরণিতে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম প্রশান্ত পাণ্ডে ওরফে শিবম।

রাতে বন্ধুদের ডেকে চলছিল জন্মদিন উৎযাপন। সকাল হতেই মিলল অর্ধদগ্ধ দেহ। জোড়াসাঁকো থানা এলাকার রবীন্দ্র সরণিতে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম প্রশান্ত পাণ্ডে ওরফে শিবম (২৫)। মৃতের গায়ে একাধিক পোড়ার চিহ্ন পেয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে নিজের জন্মদিনের পার্টিতে ব্যস্ত ছিল শিবম। ঘরে অনেক বন্ধুও এসেছিল। সকাল হতেই বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। তড়িঘড়ি দরজা ভাঙতেই দেখা যায় আধপোড়া বিছানার উপরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন যুবক। খবর দেওয়া হয় থানায়। অগ্নিদগ্ধ যুবকের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারপরে যুবককে উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যুবকের দুই হাত, পা এবং পেতে পোড়ার ক্ষত মিলেছে। যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলে তা স্পষ্ট হবে বলে দাবি লালবাজারের। অন্যদিকে তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, দীর্ঘ ২০ বছর ধরে রবীন্দ্র সরণির ওই আবাসনে বাবা মায়ের সঙ্গে থাকতেন শিবম। সম্প্রতি এক মাস আগে আলিপুরের এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও পান তিনি।

Advertisement

অন্যদিকে বাবা-মা এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়েছেন উত্তরপ্রদেশে। আর তারই মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা। যদিও ঘটনাকে ঘিরে প্রতিবেশীদের দাবি, অত্যাধিক পরমাণে ধূমপান করতেন যুবক। হয় তো হৃদরোগেই মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement