• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

২২ বছর পাকিস্তানে কাটিয়ে দেশে ফিরলেন ভারতীয় মহিলা

জীবনের ২২ বছর পাকিস্তানে কাটিয়ে দেশে ফিরলেন হামিদা বানো। হামিদা বানোকে একজন ট্রাভেল এজেন্ট পাকিস্তানে নিয়ে যায়।

২২ বছর পাকিস্তানে কাটিয়ে দেশে ফিরলেন ভারতের নাগরিক হামিদা বানো। হামিদাকে একজন ট্রাভেল এজেন্ট ভুল বুঝিয়ে পাকিস্তানে নিয়ে যায়। তারপর জীবনের দীর্ঘ সময় পাকিস্তানেই কাটান তিনি। ভারতে ফেরার আশায় সব সময়ই দিন গুনতেন তিনি। অবশেষে দীর্ঘ ২২ বছর পাকিস্তানে কাটিয়ে হামিদা বানো ভারতে তাঁর পরিবারের কাছে ফিরে এলেন।

ভারত সরকারের এক আধিকারিক জানিয়েছেন, হামিদা বানো সোমবার লাহোরের ওয়াঘা সীমান্ত হয়ে দেশে ফিরেছেন। সোমবার তিনি করাচি থেকে লাহোরে পৌঁছন। এরপর ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পাকিস্তানে বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা তাঁকে বিদায় জানান।

প্রতিবেশী দেশে ২২ বছর কাটানোর পর আবারও পরিবারের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ উচ্ছ্বসিত হামিদা বানো। তিনি জানান, ভারতে ফেরার আশা হারিয়ে ফেলেছিলেন, তবে এই দিনটি দেখতে পেয়ে তিনি ভাগ্যবান।

হামিদা বানো মুম্বইয়ের কুরলা স্টেশন কলোনীর বাসিন্দা ছিলেন। তাঁর ৪ সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর পর ৪ সন্তানের লালন-পালনের দায়িত্ব হামিদার ওপর পড়ে। চরম দারিদ্রতা নেমে আসে সংসারে। সেই কারণে কাজের সন্ধানে দুবাই যেতে চেয়েছিলেন হামিদা। এর আগেও তিনি ৯ বছর কাতার, তারপর ৬ মাসের জন্য দুবাই এবং ৩ মাস সৌদিতে কাটিয়েছিলেন। তারপর আবার কাজের জন্য দুবাই যেতে চেয়েছিলেন।

হামিদা জানান, ২০০২ সালে ট্রাভেল এজেন্ট তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে দুবাইয়ের পরিবর্তে পাকিস্তানের হায়দরাবাদে নিয়ে যান। সেখানে তিন মাস তাঁকে একটি কুঁড়েঘরে রাখা হয়েছিল। ভারতে ফেরার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন হামিদা। তিনি সেখানে বিয়ে করেছিলেন, কিন্তু তাঁর স্বামী কোভিড-১৯’এ মারা যান।

২০২২ সালে ভারতে ফেরার আশা উজ্জ্বল হয় হামিদার। পাকিস্তানের একজন ইউটিউবার তাঁর ভিডিও করেছিলেন এবং সেই ভিডিওটি ভারতে পৌঁছেছিল। হামিদা জানান, এই ২২ বছরে প্রতি মুহূর্তে তাঁর পরিবারকে মিস করেছেন।