ভারতের দোম্মারাজু গুকেশ মাত্র ১৮ বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। ফাইনাল পর্বে চিনের ডিং লিরেনসে হারিয়েছেন। ফাইনালে জেতার পরে তাঁর হাতে আর্থিক পুরস্কার স্বরূপ ১১.৩৪ কোটি টাকা আসে। তবে এই পুরস্কারের পুরো অর্থ তিনি পাবেন না। তার কারণ হল, সরকারকে কর দিতে হবে। ভারতের কেউ বছরে ১৫ লক্ষ টাকার উপরে বেশি উপার্জন করলে তাঁকে কর দিতে হয়। সোমবার সকালেই বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ দেশে ফিরলেন।
বিমানবন্দরে কনিষ্ঠতম বিশ্বসেরাকে বরণ করে নেওয়ার জন্য প্রচুর মানুষ ভিড় করেছিলেন। রাজ্য সরকারের মুখ্যসচিবও সেখানে উপস্থিত ছিলেন। শহরে আসার পরেই গুকেশ সরাসরি ছোটবেলার স্কুলে যান। সেখানে সতীর্থ ও শিক্ষকদের সামনে বললেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে একটা ভয় মনের মধ্যে খেলা করছিল। মানসিকভাবে চাপও তৈরি হয়েছিল। তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম আমাকে শক্তি দাও এবং সেই শক্তিকে হাতিয়ার করে দাবার বোর্ডে কিস্তিমাত করি। ঈশ্বর আমার কথা শুনেছেন। খেলতে গিয়ে প্যাডি আপটনের সঙ্গে কথা বলেছি। ওঁর পরামর্শ পেয়েছি। খেলাকে কীভাবে কঠিন জায়গা থেকে চ্যাম্পিয়ন হওয়া যায়, তাঁর কথা শুনেছি। আমার মনে হয়, সাফল্যের পিছনে ভারতবাসীর প্রার্থনা আমাকে এগিয়ে দিয়েছে।
এদিকে শোনা যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ আগামী বছর বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের সঙ্গে খেলতে নামবেন। নরওয়ের এই দাবাড়ুর সঙ্গে মুখোমুখি হবেন গুকেশ। আগামী বছরে ২৬ মে থেকে ৬ জুন পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।