• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

দেশে ফিরছেন তিন ক্রিকেটার

আসলে এই মুহূর্তে রিজার্ভ পেসারদের ভারতীয় দলে প্রয়োজন লাগবে না। বলে মনে করা হচ্ছে। সামনে আর দুটি টেস্ট রয়েছে। এমনিতেই ভারতীয় দলে পাচজন পেসার আছেন।

ফাইল চিত্র

বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ভারতের তন ক্রিকেটারকে দেশে ফিরে যেতে বলা হয়েছে। অবশ্য এই তিন ক্রিকেটার রিজার্ভ দলের সদস্য। তিন জনই বোলার। মুকেশকুমার, নবদীপ সাইনি ও যশ দয়াল দেশে চলে আসার পরে নিজ রাজ্যের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বলে জানা গেছে। এই তিনজন ক্রিকেটার এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন। রিজার্ভে থাকা খলিল আহমেদ চোট পাওয়ায় আগেই ফিরে এসেছিলেন।

আসলে এই মুহূর্তে রিজার্ভ পেসারদের ভারতীয় দলে প্রয়োজন লাগবে না। বলে মনে করা হচ্ছে। সামনে আর দুটি টেস্ট রয়েছে। এমনিতেই ভারতীয় দলে পাচজন পেসার আছেন। নেটে তাঁদের দিয়ে কাজ চালিয়ে যাওয়া যাবে। সেই কারণে খেলতে গিয়ে কোনও বোলার চোট পেলে সেইভাবে সমস্যা হবে না।

টিম ম্যানেজমেন্ট মনে করছে, ওই তিন বোলার দেশে ফিরে গিয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে পারলে তাঁদের পক্ষে ভালো হবে। রিজার্ভ বেঞ্চে সময় না কাটিয়ে খেলার মধ্যে থাকবেন। মন চনমনে থাকবে। শারীরিক দিক থেকে ফিটনেসটা বুঝে নিতে পারবেন। আগমী ২১ ডিসেম্বর থেকে
বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের খেলা শুরু হচ্ছে।