• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

প্রাক্তন ফুটবলার কাভেলাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্ট হলেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ এই প্রাক্তন ফুটবলার ২০১৬ সালে তিনি সাংসদ হন। সেই সময় শাসক দল জর্জিয়ান ড্রিমের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রাক্তন ফুটবলার মিথায়েন কাভেলাশভিলি জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আগামী ২৯ ডিসেম্বর সরকারি ভাবে দায়িত্ব নেবেন। কাভেলাশভিলি দেশের হয়ে ৪৬টি ম্যাচ খেলেছেন। খেলেছেন ইংলিশ প্রিমিয়র লিগে ম্যাঞ্চেস্টার সিটি হয়ে। ফুটবল থেকে আবসর নেওয়ার পরে সরাসরি তিনি রাজনীতিতে যোগ দেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ এই প্রাক্তন ফুটবলার ২০১৬ সালে তিনি সাংসদ হন। সেই সময় শাসক দল জর্জিয়ান ড্রিমের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২২ সালে সরকারি বিরোধী গণ আন্দোলনের মুখ হয়ে ওঠেন কাভেলাশভিলি। অবশ্য পরবর্তী সময়ে শাসক গোষ্ঠীর সঙ্গে তাদের একটা সমঝোতা হয়। রাশিয়া ও জর্জিয়ার সঙ্গে সংঘর্ষ হওয়ায় সুসম্পর্কে ব্যবধান দেখা দেয়। দুই দেশের সম্পর্কে চিড় ধরে। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক ফিরিয়ে আনার চেষ্টা ছিল।

কিছুদিন আগে জর্জিয়ায় রাজনৈতিক পরিস্থিতি ও পরিষেবায় আন্দোলনে উত্তাল হয়ে ওঠেন প্রত্যেকেই। এমন কী নির্বাচন নিয়ে অশান্ত হয়েছিল জর্জিয়া। এই নির্বাচনে প্রেসিডেন্ট হন কাভেলাশভিলি। নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে চারটি বিরোধী দল সরে দাঁড়ায়। তবে দেশের সংবিধান অনুসারে জর্জিয়ার সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ৩০০ জনের ইলেক্টোরাল কলেজের ভোটে তিনি নির্বাচিত হন। নির্দল প্রার্থী
হিসেবে একজন দাঁড়ালেও, কোন সমস্যা হয়নি।

প্রাক্তন ফুটবলার কাভেলাশভিলি ইপিএল ছাড়া সুইস লিগে একাধিক ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। ১৯৯৫ সাল থেকে টানা তিন বছর তিনি ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার হিসেবে নজর কাড়েন। ২৮টি ম্যাচে ৩টি গোল আছে। আন্তর্জাতিক ফুটবলে ৯টি গোল রয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে ২০০২ সালে অবসর নেন কাভেলাশভিলি।