• facebook
  • twitter
Tuesday, 7 January, 2025

পূর্ব বর্ধমানে ধান কেনায় ‘অনিয়ম’ দেখতে পরিদর্শন জেলাশাসকের

এখনও পর্যন্ত ২৪ শতাংশ ধান কেনা হয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এ বছর পূর্ব বর্ধমানে ৮ লক্ষ ২৯ হাজার টন ধান কেনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

প্রতীকী চিত্র

চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। আর ওই সব শিবিরে যাতে কোনওরকম অনিয়ম না হয় তার জন্য পরিদর্শন শুরু করলেন জেলা শাসক আয়েষা রানী। একই সঙ্গে মহকুমা শাসকরাও সরেজমিন ঘুরে দেখার কাজ শুরু করলেন। এরই মধ্যে ভাতার, কাটোয়া এবং মঙ্গলকোট এলাকায় অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলাশাসক। এই ধরনের ঘটনার পর শুক্রবার থেকে সমস্ত মহকুমাশাসক ও বিডিওদের ধান কেনাবেচা নিয়ে পরিদর্শনে যাবার নির্দেশ দেন।

এ মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে চাষিদের কাছ থেকে। কিন্তু বেশ কয়েকটি এলাকা থেকে অভিযোগ গেছে জেলা প্রশাসনের কাছে। আর তারপরেই নড়েচড়ে বসেন প্রশাসনের কর্তারা। আচমকাই পরিদর্শনে বের হন জেলাশাসক আয়েষা রানী। মঙ্গলকোট ও কাটোয়ার দুটি শিবির থেকেই তিনি অভিযোগ পান। নিয়ম মেনে ধান কেনা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারপরেই সরকারি আধিকারিকদের আরও কঠোর হতে বলেন। মূলত চাষিদের কাছে ধান কেনার সময় বেশি পরিমাণে ‘খাদ’ বাদ দেওয়া নিয়েই চাষিদের অভিযোগ শোনেন জেলাশাসক। চাষিদের অভিযোগ গুণমান ঠিকভাবে যাচাই না করেই খাদ বাদ দেওয়া হচ্ছে। এতে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। এমনটাই অভিযোগ পেয়ে সরকারি আধিকারিকদের এ ব্যাপারে নজরদারি আরও জোরদার করতে বলা হয়। এখানেই শেষ নয়, চাষিদের কাছ থেকে গাড়ি আসার পর ধানের গুণমান যাচাই না করেই বলে দেওয়া হচ্ছে খাদের পরিমাণ।

এদিকে নির্দেশ মেনে কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল কালনা-২ ব্লকের জিউধারা কিষাণ মাণ্ডি ও মন্তেশ্বর ব্লকে ধান কেনার সময় হাজির হয়ে চাষিদের সঙ্গে কথা বলেন। চাষিদের কোনও অভিযোগ আছে কিনা জানতে চান। কালনার মাণ্ডিতে এক চাষি বলেন, মাণ্ডিতে গাড়ি করে ধান আনার খরচ হিসেবে কুইন্টাল প্রতি অতিরিক্ত ২০ টাকা করে দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। আরও কিছু টাকা বাড়ানোর দাবি তোলেন তিনি। মন্তেশ্বরে কয়েকজন চাষি ধান বেশি বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন। মহকুমা শাসক ওই ক্রয়কেন্দ্রের কাগজপত্র খতিয়ে দেখেন। ওই ক্রয়কেন্দ্র থেকে জানানো হয়, এখনও পর্যন্ত ১০০০ চাষির থেকে ৪৫৩৮ মেট্রিক টন ধান কেনা হয়েছে। এরপরই মহকুমা শাসক মন্তেশ্বর ব্লকে ধান ক্রয় কেন্দ্রে যান। সেখানে কয়েকজন চাষি অভিযোগ তোলেন, ধান ভিজে আছে বলে তাঁদের বেশি ধান বাদ দেওয়া হচ্ছে। মহকুমাশাসক সঙ্গে সঙ্গে বিষয়টি আধিকারিকদের দেখতে বলেন। কোনওভাবেই চাষিদের থেকে বেশি ধান বাদ দেওয়া যাবে না বলে জানিয়ে দেন।

মহকুমাশাসক বলেন, মহকুমায় ৯৭ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ২৪ শতাংশ ধান কেনা হয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এ বছর পূর্ব বর্ধমানে ৮ লক্ষ ২৯ হাজার টন ধান কেনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তার মধ্যে প্রায় ২ লক্ষ টন ধান কিনে রাজ্যের মধ্যে শীর্ষে আছে এই জেলা।