গত বছর বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল ওয়ানাক্রাই। যার মাধ্যমে হ্যাগ করে পণ চাওয়া হচ্ছিল। তার সূত্রপাত ছিল উত্তর কোরিয়া। এবার আরও একবার বড়সড় হ্যাকিংয়ের জাল বিস্তার করতে চলেছে পিয়ংইয়ং।
সূত্রের খবর, ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার এক সাইবার সিকিউরিটি সংস্থা ‘ফায়ার আই’ সতর্কতা জারি করে বলেছে, গোটা বিশ্ব কিম জন উনের সেই সাইবার হামলার শিকার হতে পারে।
যদিও উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জন্য ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করা হয়েছে, তবে এই দেশ সাইবার হামলার প্রযুক্তি তৈরিতে বিশেষ মন দিয়েছে।