• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

পাকিস্তানের কোচ গিলেপসির পদত্যাগ

বিদায়ী কোচ জানিয়েছেন, বিভিন্ন কারণেই হতাশ হতে হয়েছে। এইরকম অভিজ্ঞতা আমার জীবনে আসবে, তা কখনও ভাবতে পারিনি।

পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদ থেকে একের পর এক সরে দাঁড়াচ্ছেন – এটা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন সরে দাঁড়িয়েছিলেন। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে টেস্ট দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন জেসন গিলেপসিও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাজকর্ম দেখে তিনি অস্বস্তি প্রকাশ করেছিলেন। তাঁদের সঙ্গে মতবিরোধ হওয়ায় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জেসন গিলেপসি দায়িত্ব থেকে মুক্তি নিলেন।

তবে এই মুহূর্তে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন আরেক প্রাক্তন বোলার আকিব জাভেদ। আসলে কোচ গিলেপসির সঙ্গে কোনও কিছুতেই মতের মিল হচ্ছিল না পাকিস্তান ক্রিকেট কর্মকর্তাদের। বিদায়ী কোচ বলেন, বিভিন্ন কারণেই হতাশ হতে হয়েছে। এইরকম অভিজ্ঞতা আমার জীবনে আসবে, তা ভাবতে পারিনি। অনেকরকম চেষ্টা করেছি কর্মকর্তাদের সঙ্গে সহমত পোষণ করতে, কিন্তু কোনও চেষ্টাই সফল করতে পারিনি।

পাকিস্তান দলের কোচ হিসেবে গিলেপসির জমানায় পাকিস্তান পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছে। দেশের মাটিতে বাংলাদেশের কাছে ০-২ ব্যবধানে হারতে হয়েছে পাকিস্তানকে। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পরে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান। তারপরেও নির্বাচক কমিটি থেকে গিলেপসিকে সরিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত অক্টোবর মাসে কাস্টের্ন পদত্যাগ করার পর কোচ হিসেবে পাকিস্তান দলের হয়ে কাজ করেছিলেন জাভেদ।

আগামী ২৬ ডিসেম্বর থেকে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ২ টেস্ট সিরিজ শুরু হবে। শান মাসুদদের কোচ হিসেবে তখন দায়িত্বে থাকবেন জাভেদ। পাকিস্তান দলে বারবার কোচ পরিবর্তন হওয়ায় প্রত্যাশিত সাফল্য কিছুতেই আসছে না। গিলেপসিকে নিয়ে গত চার বছরে পাকিস্তান দলে ৬ জন কোচ পরিবর্তিত হল।