• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

‘সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না’, বাংলাদেশকে হুঁশিয়ারি দিলীপের

জলপাইগুড়িতে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিয়ে দিলীপ ঘোষ বললেন, লড়াইটা সমানে সমানে হয়৷ সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না।

বিজেপি নেতা দিলীপ ঘোষ। ফাইল চিত্র

চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার পাশাপাশি ভারতকে নিশানা করারও অভিযোগ উঠছে বাংলাদেশের উগ্রপন্থীদের বিরুদ্ধে। বাংলাদেশ কলকাতা দখলের হুমকি দিতেই পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন পরিস্থিতিতে এবার বাংলাদেশকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।

জলপাইগুড়িতে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিয়ে দিলীপ ঘোষ বললেন, লড়াইটা সমানে সমানে হয়। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে শুক্রবার জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে যান দিলীপ ঘোষ। সকাল সকালই তিনি পৌঁছে গিয়েছিলেন জলপাইগুড়ির বাবু পাড়ার এক চায়ের দোকানে। সেখানেই বাংলাদেশকে একহাত নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ।

দিলীপ ঘোষ বলেন, ওই দেশে তো সামরিক বিভাগই নেই। চুরি করে খায়। আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড়বড় বুলি ঝাড়েন। সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের।

বাংলাদেশের মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়ে বিজেপির বর্ষীয়ান নেতা বলেন, উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত। যারা নেতা আছেন, ভাবা উচিত। বোঝা উচিত। ভারতের শক্তি আছে। পিষে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, ৯০ হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা। আমরা ওদের মত লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনও হয় না। হাওয়া দেওয়াটাই যথেষ্ট। আদৌ কোনও সামরিক বিভাগ আছে বাংলাদেশের ? কোনওদিন বাংলাদেশ যুদ্ধ করেছে ? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়।