• facebook
  • twitter
Friday, 27 December, 2024

এবার রামমন্দির তৈরি হবে বাংলাতেও, পাল্টা মসজিদ বানানোর ঘোষণা হুমায়ুনের

হুমায়ুনের এই ঘোষণায় রাজনীতি মহলে জোর তরজার সৃষ্টি হয়েছে।

অযোধ্যার রাম মন্দির। ফাইল চিত্র।

অযোধ্যার পরে এবার রামমন্দির তৈরি হবে বাংলাতেও! মুর্শিদাবাদে রামমন্দির তৈরি করা হবে। এমনটাই জানাল রাজ্য বিজেপি। অন্যদিকে, বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরি করবেন বলে পালটা জানিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

মুর্শিদাবাদের বহরমপুরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন। তাঁর বক্তব্য, মন্দির তৈরির জন্য জায়গা নির্বাচন হয়ে গিয়েছে তাঁদের। অযোধ্যার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তির দিন, অর্থাৎ ২২ জানুয়ারি মুর্শিদাবাদের রামমন্দিরের শিলান্যাস করা হবে বলেই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২৪-এর ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্যদিকে, মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, মুর্শিদাবাদের বেলডাঙা অঞ্চলে তিনি মসজিদ স্থাপন করবেন। তাঁর বক্তব্য, বাবরি মসজিদ ভেঙে দেওয়ায় মুসলমানরা গভীরভাবে মর্মাহত। তাঁদের জন্য তিনি নতুনভাবে মসজিদ তৈরি করতে চান বাবরি মসজিদের আদলে, এমনটাই ঘোষণা করেছেন তিনি।

হুমায়ুনের এই ঘোষণায় রাজনীতি মহলে জোর তরজার সৃষ্টি হয়েছে। তবে তৃণমূল দলের পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। হুমায়ুন মসজিদ তৈরি করলে তা সম্পূর্ণ নিজ উদ্যোগেই করবেন, দলের কোনও ভূমিকা নেই এতে – এমনটাই মনোভাব তৃণমূলের অন্দরমহলের।

তবে ‘সূচাগ্র মেদিনী’-ও ছাড়তে রাজি নয় বিজেপি। শাখারভ জানিয়েছেন, মুর্শিদাবাদের রামমন্দির তৈরি হবে জনগণের টাকায়। মন্দির তৈরির বাজেট হিসেবে ধার্য করা হয়েছে ১০ কোটি টাকা, যা পুরোটাই জনসাধারণের দেওয়া চাঁদায় তৈরি হবে।