অবশেষে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার চার মাস পরে ঘুরে দাঁড়াতে শুরু করল মুজিব ও হাসিনার আওয়ামী লীগ। ফরিদপুরে বিএনপি-কে হঠাতে শুরু হল দফায় দফায় সংঘর্ষ। বুধবার জেলার নগরকান্দা উপজেলায় ঘটে এই ঘটনা। আধিপত্য বিস্তার বা এলাকা দখল নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। এই তথ্য দিয়েছে বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’।
জানা গিয়েছে, নগরকান্দার কাইচাইল ইউনিয়ন এলাকায় খালেদা জিয়া ও হাসিনার দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন জখম হয়েছেন। কাইচাইল ইউনিয়ন বিএনপি-র সভাপতি ইব্রাহিম মিয়াঁ ও উপজেলা কৃষক লীগের সভাপতি তথা আওয়ামী লীগের স্থানীয় নেতা জিন্নাহ সর্দারের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বাধে। ঘটনায় ৩টির বেশি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ‘প্রথম আলো’ দাবি করেছে।
প্রসঙ্গত বিএনপি ও জামাতের ইন্ধনে প্রবল গণবিক্ষোভের জেরে গত ৫ আগস্ট ইস্তফা দেন হাসিনা। এবং সেনা প্রধানের তৎপরতায় খুব সীমিত সময়ের মধ্যে একটি বিশেষ বিমানে চেপে ঢাকা থেকে ভারতে চলে আসেন। তিনি সরকারে থেকে আন্দোলন প্রতিহত করতে গেলে একদিকে যেমন প্রাণহানির আশঙ্কা বাড়ছিল, তেমনি তিনি ইস্তফা দিয়ে দেশে থাকলে তাঁর প্রাণ সংশয়েরও সম্ভাবনা ছিল। সেজন্য দ্রুত সিদ্ধান্তে তাঁর ভারতে চলে আসাটা সঠিক পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। কিন্তু তিনি চলে আসার পরেই দেশজুড়ে একাধিক অরাজকতা শুরু হয়ে যায়। বিএনপি, জামাত-ই-ইসলামি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের একাংশের আক্রমণে আওয়ামী লীগের শতাধিক নেতা, কর্মী ও সমর্থকের মৃত্যুর ঘটনা সামনে আসে।
শুধু তাই নয়, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একাধিক অনাচারের অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। অভিযোগ, অন্তর্বর্তী সরকারের পুলিশ হাসিনার দলের নেতা, কর্মী, সমর্থক ও মন্ত্রীদের মিথ্যা মামলা দিয়ে জেলে ভরার চেষ্টা করছে। এমনকি হাসিনার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাসিনার নামে একাধিক মিথ্যা মামলা দায়েরেরও অভিযোগ উঠেছে।
এদিকে শাসকপন্থীদের বিরুদ্ধে মুজিবের মূর্তি ভাঙচুর, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর আক্রমণ হলেও একমাত্র মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জে মিছিল ও জমায়েত করে প্রতিবাদ ছাড়া আর কোথাও কোনও প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারেনি লীগের নেতা-কর্মীরা। বুধবার ফরিদপুরে বিএনপি-র বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে ঘুরে দাঁড়াল আওয়ামী লীগ।