• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

সরকার গঠিত হলেই মহিলাদের অ্যাকাউন্টে মাসে ২১০০ টাকা, সবুজ সংকেত দিল্লি ক্যাবিনেটের

কেজরিওয়াল বলেন, ১৮ ঊর্ধ্ব মহিলাদের অ্যাকাউন্টে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে। শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু হবে।

ফাইল ছবি

বিধানসভা ভোটের আগে দিল্লির মহিলাদের জন্য বড় ঘোষণা কেজরিওয়ালের। বৃহস্পতিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে আম আদমি পার্টি। আর তারপরই ১৮ ঊর্ধ্ব মহিলাদের অ্যাকাউন্টে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে। শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষিত হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী অতিশিকে পাশে নিয়ে কেজরিওয়াল বলেন, আমি প্রথমে বলেছিলাম প্রত্যেক মহিলাকে মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু কিছু মহিলা আমার কাছে আসেন এবং বলেন, মূল্যবৃদ্ধির এই যুগে ১০০০ টাকা যথেষ্ঠ নয়। সেই কারণেই সমস্ত মহিলার অ্যাকাউন্টে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে। এই প্রস্তাব অতিশির নেতৃত্বাধীন ক্যাবিনেটে বৃহস্পতিবার সকালে পাস হয়েছে। ভোটের পর তা বাস্তবায়িত হবে।

Advertisement

চলতি বছর মার্চে কেজরিওয়াল নেতৃত্বাধীন দিল্লি সরকার মুখ্যমন্ত্রী সম্মান যোজনার আওতায় ১৮ ঊর্ধ্ব মহিলাদের জন্য মাসে ১০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। প্রায় ৩৮ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন বলে জানা গিয়েছে। কেজরিওয়াল জানান, আগামী দু-তিন দিনের মধ্যে আম আদমি পার্টির কর্মীরা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করবেন। রেজিস্ট্রেশন কার্ড সবাই যত্ন করে রেখে দেবেন।

Advertisement

কেজরিওয়াল বলেন, আমি মার্চে এই প্রকল্পের কথা ঘোষণা দিয়েছিলাম এবং এপ্রিলে তা বাস্তবায়ন হবে বলে আশা করা হলেও ওরা আমাকে জেলে পাঠিয়েছে। নারীরা শিশুদের বড় করে, শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাই নারীদের সাহায্য করার জন্য এই প্রকল্প বাস্তবায়িত করা হবে। যেখানে নারীর পুজো হয়, সেখানেই উন্নতি হয়।

Advertisement