পুরসভার ব্যাটারিচালিত গাড়ি উলটে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ সিকান্দার (৩০)। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে বৌবাজার থানা এলাকার লেনিন সরণির কাছে।
সূত্রের খবর, পুরসভার গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তা উলটে যায়। মাথায় গুরুতর চোট পান সিকান্দার। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে ক্যালকাটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।