অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর মতামতকে গুরুত্ব দিতে শুরু করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর পছন্দ মতো বাংলার আরও চার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এই চার বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় ও হিন্দি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এই চার জনকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। তার পরেই তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি।
জানা গিয়েছে, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পদে নন্দিনী সাহুকে নিয়োগ করেছেন তিনি। এর আগে মমতার নির্দেশ মেনে ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। এবার আরও চার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হল। ফলে নতুন করে নিয়োগ হওয়া রাজ্যের পছন্দ মতো উপাচার্যের সংখ্যা দাঁড়াল ১০ জন।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বিশ্ব বিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে নবান্ন। জারি করা হয় বিজ্ঞপ্তি। চলতি বছরের ২৬ জুলাই থেকে ২৩ অগস্ট পর্যন্ত রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর উপাচার্য পদে যোগ্যতা নির্ধারণ করতে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। পর পর দুই দফায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। সেই মতো প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যোগ্যতা অনুযায়ী নবান্নের বাছাই করা তালিকা থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য তিন জনের নাম রাজভবনকে পাঠানো হয়। সেখান থেকেই দুই দফায় ১০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল।
প্রসঙ্গত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য ও রাজ্যপাল সংঘাত বহুজন বিদিত। যা নিয়ে রাজ্যের শাসক দল ও বিরোধী দলের মধ্যে যথেষ্ট কাদা ছোঁড়াছুড়ি হয়েছে। এবার সেই টানাপোড়েন কিছুটা হলেও স্তিমিত হয়েছে। রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্য নিয়োগে স্বাক্ষর করেছেন রাজ্যপাল। ৬ ডিসেম্বর, প্রথম পর্যায়ে প্রেসিডেন্সি, বর্ধমান, বাঁকুড়া, কল্যাণী, সিধু-কানহো-বিরসা এবং রানি রাসমণি গ্রিন বিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম প্রকাশ্যে এসেছে।