আদানি ইস্যুতে সংসদে শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কংগ্রেস। প্রতিদিনই আদানি ইস্যুকে কেন্দ্র করে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। সেই ধারায় এবার নতুন মাত্রা যোগ করলেন সদ্য নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার যখন তিনি সংসদে প্রবেশ করেন, তখন তাঁর সঙ্গে ছিল একটি অভিনব ব্যাগ। ব্যাগের এক দিকে মোদি এবং আদানির ছবি, অন্যদিকে লেখা রয়েছে ‘মোদি-আদানি ভাই ভাই’। বোনের এমন কাণ্ড দেখে হেসে ওঠেন রাহুল। মন্তব্য করেন ‘কিউট ব্যাগ’। পরে ব্যাগটির নকশা এবং স্লোগান ভালো করে পরখ করার পর হাসিমুখেই তাঁর মন্তব্য, ‘দেখুন এটি কত সুন্দর।’
সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। আমেরিকার তোলা এই গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসতেই সোচ্চার হয়েছে বিরোধী শিবির। এই ইস্যুতে সংসদে আলোচনা চেয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে তারা। এহেন পরিস্থিতির মাঝেই মঙ্গলবার সংসদে অভিনব ব্যাগ নিয়ে প্রবেশ করেন ওয়েনাড়ের সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কালো ঝোলা ব্যাগ কাঁধে এদিন সংসদে প্রবেশ করেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই ব্যাগের একদিকে ছিল গৌতম আদানি ও নরেন্দ্র মোদির কার্টুন ছবি। অন্যদিকে, লেখা ‘মোদি-আদানি ভাই ভাই’। সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য সাংসদরা এই ব্যাগ দেখে নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। ব্যাগটি ভালো করে পরীক্ষা করে তিনি বলেন, ‘বাহ, ব্যাগটি কিন্তু কিউট।’
২০ নভেম্বর সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকে উভয় কক্ষই মুখোমুখি হয়েছে।
বিরোধীরা আদানি ইস্যুতে তদন্তের দাবি করায় বারবার সংসদে বিঘ্ন ঘটছে। সোমবার ঘুষ মামলার যৌথ সংসদীয় তদন্তের দাবিতে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর এবং সপ্তগিরি শঙ্কর উলাকা মোদী ও আদানির মুখোশ পরে প্রতীকী প্রতিবাদ করেন। রাহুল গান্ধীকে তখন সাংসদদের ছবি তুলতে এবং ঠাট্টার ছলে তাঁদের মধ্যে ‘সম্পর্ক’ জিজ্ঞাসা করতে দেখা যায়। উত্তরে তাঁরা হাসতে হাসতে বলেন, ‘আমাদের মধ্যে বছরের পর বছর ধরে সম্পর্ক রয়েছে।’
মঙ্গলবারও এই প্রতিবাদের ব্যতিক্রম হয়নি। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি বাদে ভারত জোটের বিরোধী সাংসদরা সংসদের মকর দ্বারের বাইরে ‘মোদী, আদানি এক হ্যায়’ এবং ‘আমরা ন্যায়বিচার চাই’-এর মতো স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ গ্রহণ করেন। ।