• facebook
  • twitter
Friday, 20 December, 2024

কংগ্রেসের নতুন সদর দপ্তরেই এবারের প্রতিষ্ঠা দিবস উদযাপন

প্রতি বছর ২৮ ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এই বছর ইন্দিরা ভবনে প্রতিষ্ঠা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।

আর আকবর রোড নয়, এবার অন্য ঠিকানা থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতে চায় কংগ্রেস। ২৪ আকবর রোডের পরিবর্তে, কংগ্রেসের নতুন সদর দপ্তর চলে যাচ্ছে ৯এ কোটলা মার্গ ঠিকানায়। এ জন্য প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র নেওয়ার চেষ্টা চালাচ্ছে হাইকমান্ড। কংগ্রেসের সদর দপ্তরের নাম হবে ইন্দিরা ভবন। প্রতি বছর ২৮ ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এই বছর ইন্দিরা ভবনে প্রতিষ্ঠা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।

কংগ্রেস সদর দপ্তরের নতুন ভবনও সম্পূর্ণ প্রস্তুত। কংগ্রেসের সদর দপ্তর বহু আগেই এই নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার কথা থাকলেও নানা কারণে তা দেরি হতে থাকে। ২০১৬ সালে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষ হলেপো দপ্তর উদ্বোধনের তারিখ বেশ কয়েকবার পিছিয়েছে শতাব্দীপ্রাচীন দলটি।

এর আগে খবর ছিল যে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে (১৯ নভেম্বর) নতুন সদর দপ্তর উদ্বোধন করা হবে। কিন্তু কিছু প্রয়োজনীয় অনুমোদনের অভাবে তা সম্ভব হয়নি। কংগ্রেসের নতুন অফিসে কংগ্রেস সভাপতি এবং এআইসিসি জেনারেল সেক্রেটারিদের অফিস, অন্যান্য আধিকারিকদের জন্য কক্ষ, সম্মেলন কক্ষ, গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র এবং দলীয় সংগঠনের জন্য আলাদা জায়গা রয়েছে।

কংগ্রেসের ২৪ আকবর রোডের দপ্তরের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ১৯৭৮ সালে কংগ্রেস পার্টি দুই ভাগে বিভক্ত হওয়ার পর থেকে এটিই কংগ্রেসের সদর দপ্তত। সেই সময় ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সাংসদ জি ভেঙ্কটস্বামী ২৪ আকবর রোডে তাঁর সরকারি বাড়ি ইন্দিরা কংগ্রেসকে দিয়েছিলেন। এরপর থেকে সেখানেই দলের প্রধান কার্যালয়।

২৮ ডিসেম্বর কংগ্রেসের ১৪০-তম প্রতিষ্ঠা দিবস। ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন এও হিউম। কংগ্রেস পার্টি প্রতিষ্ঠায় হিউমের সঙ্গে আরও ৭২ জন সদস্য ছিলেন, যারা পার্টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দলের প্রথম সভাপতি নিযুক্ত হন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখন পর্যন্ত সভাপতি হয়েছেন ৫৬ জন। কংগ্রেস পার্টির কর্তৃত্ব দীর্ঘদিন ধরে নেহেরু-গান্ধী পরিবারের কাছেই রয়েছে। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের বর্তমান সভাপতি।