পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার রসকুণ্ডু এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর পিকআপ ভ্যানের ধাক্কায় বাইক আরোহী এক ব্যক্তি আহত হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখার পর ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন। মৃত বাইক আরোহীর নাম নিতাই পাতর, তাঁর বাড়ি গড়বেতা থানার আউসাবাঁধি গ্রামে। যার ফলে তার পারিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গড়বেতা থানার পুলিশ রবিবার বিকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। মৃতদেহটি ময়নাতদন্তের পর দেহটি পুলিশের পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করে ঠিক কী কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে রাখার জন্য ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পিকআপ ভ্যানের চালক পলাতক। গড়বেতা থানার পুলিশ ঘাতক পিকআপ ভ্যানের পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।