• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

অভিষেকের হাত ধরে তৃণমূলে অসমের রমেনচন্দ্র বড়ঠাকুর

তাঁকে অসমের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।

অভিষেক ও রমেন চন্দ্র বড়ঠাকুর। ছবি: ইন্টারনেট।

২০২৬ সালে অসম বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে পদক্ষেপ শুরু করল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূলে যোগদান করলেন অভিজ্ঞ নেতা রমেনচন্দ্র বড়ঠাকুর। তাঁকে অসমের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। এদিন কলকাতায় এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন রমেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেবও।

লোকসভা নির্বাচনে অসমের ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল। কিন্তু জয় আসেনি। এই হারের দায় নিয়ে রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেন রিপুণ বোরা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সভাপতি পদের সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি। এরপর অসমে দলের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে। তিনি জোরকদমে সে রাজ্যের সংগঠন বাড়ানোর কাজ শুরু করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে রমেনচন্দ্র বড়ঠাকুরকে দলে নিয়ে এল তৃণমূল।

উল্লেখ্য, কংগ্রেসের হাত ধরে রাজনীতি শুরু করেছিলেন রমেনচন্দ্র বড়ঠাকুর। গত জুলাই মাসে কংগ্রেস ছেড়ে তিনি আম আদমি পার্টিতে যোগদান করেন। কিন্তু আম আদমি পার্টিতে সেভাবে সুযোগ পাননি অভিজ্ঞ এই রাজনীতিবিদ। এই কারণে কেজরির দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কর‍লেন রমেন। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক রয়েছে। শনিবার সন্ধ্যায় সুস্মিতার উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করেন রমেন। রমেনের যোগদান ঘিরে ঘাসফুল শিবিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত থাকায় অসমের রাজনীতি সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে তাঁর।