• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

রোনাল্ডো গোল করেও দলকে জেতাতে পারলেন না

দ্বিতীয় পর্বের শুরুতেই বেঞ্জিমারা যেভাবে আক্রমণ গড়ে তোলেন, তা দেখার মতো। আল নাসের দলের রক্ষণভাগে ফাটল ধরিয়ে ৫৫ মিনিটের মাথায় বেঞ্জিমা গোলকরে আল ইত্তিহাদ দলকে এগিয়ে দন।

সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই বন্ধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেঞ্জিমা। করিম বেঞ্জিমা খেলছেন আল ইত্তিহাদের হয়ে। আর আল নাসেরের হয়ে খেলছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্বাভাবিকভাবেই এই ম্যাচের প্রতি সবার নজর ছিল। রোনাল্ডো গোল করেও জয় এনে দিতে পারেননি আল নাসের দলকে। কিন্তু ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কারটা পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখানে উল্লেখ করা যেতে পারে, টানা ন’বছর রিয়াল মাদ্রিদের হয়ে রোনাল্ডো ও বেঞ্জিমা পাশাপাশি খেলেছেন। তবে, এদিনের ম্যাচটি বেশ কঠিন ছিল, তা বলাই বাহুল্য। দুই দলের আক্রমণ, প্রতি আক্রমণ দেখতে পাওয়া গেলেও খেলার প্রথমার্ধে কোনও গোল আসেনি।

দ্বিতীয় পর্বের শুরুতেই বেঞ্জিমারা যেভাবে আক্রমণ গড়ে তোলেন, তা দেখার মতো। আল নাসের দলের রক্ষণভাগে ফাটল ধরিয়ে ৫৫ মিনিটের মাথায় বেঞ্জিমা গোলকরে আল ইত্তিহাদ দলকে এগিয়ে দন। পিছিয়ে পড়ে রোনাল্ডোরা সম্মিলিত আক্রমণ গড়ে তোলার চেষ্টা করতে থাকেন। একটা সময় বেশ চাপে পড়ে গিয়েছিল আল ইত্তিহাদ দল। তাই কয়েক মিনিটের ব্যবধানে রোনাল্ডো দুরন্ত গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

খেলা ১-১ হওয়ার পরে দু’দলের ফুটবলাররা একে অপরের বিরুদ্ধে আক্রমণ গড়ে তুলতে চেষ্টা করেন। দু’দলই গোল করার মতো জায়গায় পৌঁছে যায়। কিন্তু কিছুতেই গোল আসেনি। তবে খেলার দ্বিতীয় পর্বের সংযুক্ত সময়ে আল ইত্তিহাদের হয়ে জয়সূচক গোলটি করেন স্টিভেন বার্গউইন। এই হারের ফলে লিগ টেবলে চতুর্থ স্থানে দাঁড়িয়ে পড়ল। তারা ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়েছে। পয়েন্টের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বেঞ্জিমার আল ইত্তিহাদ দল। তারা সমসংখ্যক খেলায় ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে।