• facebook
  • twitter
Friday, 27 December, 2024

দুই দিনের রাশিয়া সফরে যাচ্ছেন রাজনাথ সিং

দুই দেশের প্রতিনিধি ভারত ও রাশিয়ার সামরিক বন্ধনের বিভিন্ন দিক নিয়ে ব্যাপকভাবে পর্যালোচনা হবে। এই আলোচনায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় ও শিল্প সংক্রান্ত সহযোগিতার বিষয়গুলি বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত।

রবিবার দুই দিনের রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর এই সফরকালে ১০ ডিসেম্বর মস্কোতে রাশিয়ান প্রতিনিধি আন্দ্রে বেলোসভের সঙ্গে সামরিক ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত দুই দেশের মধ্যেকার সরকারি কমিশনের ২১ তম বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের একটি বিবৃতি অনুযায়ী, দুই দেশের প্রতিনিধি ভারত ও রাশিয়ার সামরিক বন্ধনের বিভিন্ন দিক নিয়ে ব্যাপকভাবে পর্যালোচনা হবে। এই আলোচনায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় ও শিল্প সংক্রান্ত সহযোগিতার বিষয়গুলি বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলিতে দুই দেশের দৃষ্টিভঙ্গি নিয়েও পর্যালোচনা করা হবে।

রাশিয়া সফরের অংশ হিসেবে সোমবার কালিনিনগ্রাদের ‘যন্ত্র’ শিপইয়ার্ডে ভারতীয় নৌবাহিনীর সর্বশেষ মাল্টি-রোল স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট ‘আইএনএস তুশিল’কে কমিশন করবেন রাজনাথ। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যোগ দেবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি।

এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জীবন উৎসর্গকারী সোভিয়েত সৈন্যদের সম্মান জানাতে মস্কোর অজানা সৈনিকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই সঙ্গে তিনি রাশিয়ায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন।