• facebook
  • twitter
Friday, 10 January, 2025

তিন রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু শিলিগুড়ির সাফারি পার্কে

কুনকি লক্ষ্মীর পর এবার তিন রয়্যাল বেঙ্গল শাবক। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে মৃত্যুমিছিল থামার লক্ষণ নেই।

কুনকি লক্ষ্মীর পর এবার তিন রয়্যাল বেঙ্গল শাবক। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে মৃত্যুমিছিল থামার লক্ষণ নেই। এবার তিন রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। ঘাড়ের কাছে ভুল কামড় বসিয়েছিল মা। মায়ের ওই ভুল কামড়ই মৃত্যুর কারণ বলে দাবি কর্তৃপক্ষের। সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, রিকার (মা) ভুলেই তিনটি শাবকের মৃত্যু হয়েছে। তবে সব খতিয়ে দেখা হচ্ছে।

শাবক তিনটি কবে মারা গিয়েছে, একসঙ্গে মারা গিয়েছে কি না সেনিয়ে অবশ্য মুখ খোলেনি সাফারি কর্তৃপক্ষ। সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা গত সপ্তাহেই ওই তিনটি শাবকের জন্ম দিয়েছিল। রিকা ও তার তিন শাবককে নাইট শেল্টারে রাখা হয়েছিল। মনে করা হচ্ছে, শাবকদের সরাতে গিয়ে ঘাড়ের কাছে কামড় দেয় রিকা। কয়েক দিন আগেই বার্ধক্যজনিত কারণে কুনকি হাতি লক্ষ্মীর মৃত্যু হয়েছিল সাফারি পার্কে।

গত বছরও সাফারি পার্কে মৃত্যু হয়েছিল জোড়া ব্যাঘ্র শাবকের। ১২ জুলাই দুটি শাবকের জন্ম দেয় সাদা বাঘ কিকা। পরদিনই একটি শাবকের মৃত্যু হয়। তার মাসখানেক বাদে আরেকটি শাবকও মারা যায়। সেই সময় ওই দুই শাবকের মৃত্যুর তদন্তের পর ক্লিনচিট দেয় রাজ্য বন দপ্তর ও জু অথরিটি।এদিকে কুনকি হাতি লক্ষ্মী মারা যাওয়ায়, হাতি সাফারিতে ভরসা একমাত্র ঊর্মিলা। আরও একটি কুনকি হাতি পাওয়ার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বেঙ্গল সাফারি। তবে কবে পাওয়া যাবে, তা নিয়ে নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, রিকার কিছু শারীরিক সমস্যা রয়েছে। তার মধ্যেই তিনটি শাবকের জন্ম দিয়েছিল রিকা। অসাবধানতাবশত তিন শাবকের ঘাড়েই কামড় বসিয়েছিল মা। তাতেই শাবকদের মৃত্যু হয়। একটি শাবকের ফুসফুসে লেগেছে। আর একটির শ্বাসনালী ফুটো হয়েছে। তৃতীয়টির মাথার খুলি পর্যন্ত দাঁত পৌঁছে গিয়েছে। তিন শাবকের মৃত্যুতে বর্তমানে বেঙ্গল সাফারিতে বাঘের সংখ্যা হল ৯।