• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড কোণঠাসা

আর ড্যারিল মিচেল ৬ রান করেছেন। নিঃসন্দেহে নিউজিল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ার পরে তারা চাপে পড়ে গিয়েছে। ইংল্যান্ডের ব্রেডন কার্স ২ উইকেট পেয়েছেন।

খেলার একটি বিশেষ মুহূর্তে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দারুণ শতরান করলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। হ্যারির ব্যাট যেন ঝলসে উঠেছিল। তিনি ১১৫ বলে ১২৩ রান করে সবার মন জয় করে নিলেন। ব্রুক ও অলি পোপের ৬৬ রানের সুবাদে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮০ রান করে। তার জবাবে নিউজিল্যান্ড খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। প্রথম দিনের খেলা শেষে পাঁচ উইকেটে ৮৬ রান করেছে নিউজিল্যান্ড। দিনের শেষে ৭ রানে অপরাজিত রয়েছেন টম ব্লান্ডেন।

এছাড়া টম ল্যাথাম ১৭ রানে, ডেভন কনওয়ে ১১ রানে এবং কেন উইলামসন ৩৭ রানে প্যাভিলিয়নে ফেরত যান। অন্যদিকে রাচিন রবীন্দ্র মাত্র ৩ রান করেন। আর ড্যারিল মিচেল ৬ রান করেছেন। নিঃসন্দেহে নিউজিল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ার পরে তারা চাপে পড়ে গিয়েছে। ইংল্যান্ডের ব্রেডন কার্স ২ উইকেট পেয়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ ৪টি উইকেট পান। উইলিয়ামসন ৩টি ও ম্যাট হেনরি ২টি উইকেট পেয়েছেন। প্রথম টেস্টটি জিতে তিন ম্যাচের সিরিজে এই মুহূর্তে ইংল্যান্ড ১-০-তে এগিয়ে রয়েছে।

ইংল্যান্ডের উদীয়মান ক্রিকেটার হ্যারি ব্রুক দ্বিতীয় টেস্টে শত রান করায় এখনও পর্যন্ত তাঁর আটটি শতরান হয়ে গেল। তিনি ২০২৪ সালে ১০০০ রান পূর্ণ করেন। ব্রুক ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে ১০০০ রান অতিক্রম করার জন্য তৃতীয় ব্যাটসম্যান হিসেবে যশস্বী জয়সওয়াল ও জো রুটের সঙ্গে নিজের নাম লিখিয়ে ফেললেন।